কলকাতা, 28 নভেম্বর : নদিয়ার মর্মান্তিক পথ দুর্ঘটনায় শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷
রবিবার দুপুরে এক টুইট বার্তায় দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, "নদিয়ায় পথ দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারালেন তাঁদের জন্য অত্যন্ত ব্যাথিত ৷ আমার সমবেদনা তাঁদের পরিবারবর্গের প্রতি ৷ আহতদের দ্রুত সুস্থতা কামনা করি ৷ "
আরও পড়ুন : Amit Shah Jagdeep Dhankhar on Nadia accident: নদিয়ার মর্মান্তিক দুর্ঘটনায় শোক শাহ-ধনকড়ের, টুইটে সমবেদনা পরিবারকে
নদিয়ার হাঁসখালির পথ দুর্ঘটনা (Hanskhali accident in Nadia) নিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ও ৷ শোকবার্তায় তিনি লিখেছেন, "নদিয়ার পথ দুর্ঘটনার খবরে আমি মর্মাহত ৷ মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি ৷ প্রার্থনা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন ৷" অন্য আরেকটি টুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মৃত ও আহতদের পরিবেরের পাশে আছে রাজ্য সরকার, তাঁদের সবরকম সাহায্য করা হবে ৷
শনিবার গভীর রাতে নদিয়ার হাঁসখালি থানার ফুলবাড়ি এলাকায় রাজ্য সড়কের উপর শ্মশানযাত্রী বোঝাই একটি ম্যাটাডোর ধাক্কা মারে একটি লরিতে ৷ এই ঘটনায় অন্তত 18 জনের মৃত্যু হয় (Eighteen dies in Nadia accident) ৷ জখম হন আরও 4 জন ৷