পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বাঁটুল নিশ্চয়ই কোরোনাকে শায়েস্তা করত ! কিন্তু ...

আশি পেরিয়েও ক্লান্তিহীন ছিলেন ৷ কিন্তু, বাংলা কমিকস স্ট্রিপের রাজা এবার বাস্তবিক অবসরে ৷ তবে, 95-এ লিখতে না পারার আক্ষেপ ! বাঁটুল, নন্টে-ফন্টে, হাঁদা-ভোঁদার মধ্যে কাকে বেশি পছন্দ সৃষ্টিকর্তার ? মুচকি হেসে উত্তর দিলেন ৷

Narayan Debnath
নারায়ণ দেবনাথ

By

Published : Jun 26, 2020, 4:33 AM IST

Updated : Jun 26, 2020, 3:39 PM IST

কলকাতা, 25জুন: এই যে কোরোনা না ফোরোনা,বাঁটুল থাকলে নির্ঘাত শায়েস্তা হত ৷ তুলে আছাড় মারলেও কিছু বলারছিল না ৷ নন্টে-ফন্টের দুষ্টুমিও অবশ্য কম যায় না ! কেলটুদার কেলোর কীর্তি কতবারফাঁস করেছে ৷ কোরোনাকে শায়েস্তা করতে নিশ্চিত একটা ফন্দি আটত মানিকজোড় ৷ কিন্তু,আর সে উপায় নেই ৷ কারণ কলম ছেড়েছেন কিংবদন্তী ৷নারায়ণ দেবনাথ ৷ অর্ধশতকের বেশি সময় ধরে যিনি বাঙালির শৈশব গড়েছেন, 95-তে পা দিয়ে সেই তিনিইশারীরিক অসুস্থার কারণে অবসরে ৷ নয়তো সেদিনও তো বাঁটুলের নতুন কাণ্ড জেনেছে পাঠক ৷তবে,যারা বাংলা কমিকসস্ট্রিপের খবর রাখে,তারা জানে,বাঁটুল আর নন্টে-ফন্টেতে ফুরোয় না নারায়ণ দেবনাথ৷ আছে হাঁদা-ভোদা,ডানপিটে খাঁদু আরকেমিক্যাল দাদু,বাহাদুর বেড়াল,ব্ল্যাক ডায়মন্ড ইন্দ্রজিৎ রায়,ম্যাজিশিয়ান পটলচাঁদ,কৌশিক রায়,পেটুক মাস্টার বটুকলাল,শুটকি-মুটকী ৷ এরপর একটা প্রশ্ন ওঠে অবধারিত,যখন শিল্পী কলম তুলে রেখেছেন,সেই জীবন সন্ধ্যায় এসে কী মনে হয়?তাঁর প্রিয় চরিত্র কে?

উত্তর জানার আগে বলে রাখাভালো,অফুরান সৃষ্টিশীল থাকাইবাংলার সেরা কমিকস আর্টিস্টের সাফল্যের রহস্য ৷ যখন শুরু করেন তখন প্রফুল্ল চন্দ্রলাহিড়ি বা কাফি খাঁ-র আঁকা শেয়াল পণ্ডিত ছাড়া তেমন কমিকস ছিল না বাজারে ৷ এমনসময়1962সালে শুকতারা পত্রিকায়প্রকাশিত হয় হাঁদা-ভোঁদা । শুরুতেই সমাদর পায় । শিল্পীও একের পর এক জমজমাট গল্পনিয়ে হাজির হন পাঠকের দরবারে ৷1965-তে আসে বাঁটুল দি গ্রেট ।যে সম্ভবত বাঙালির প্রথম সুপার হিরো । যদিও শুরুতে বাঁটুলকে সুপার হিরো হিসেবেগড়ে তোলেনি স্রষ্টা । অতিমানবিক ক্ষমতা সম্পন্ন বাঁটুলের আত্মপ্রকাশ খানিক পরে ।তবে,বাঁটুল বাঁটুল হয়ে ওঠেতার শক্তিপ্রদর্শনের পর থেকেই ৷ জনপ্রিয়তার শিখর ছুঁয়ে ফেলে নারায়ণ দেবনাথেরকল্পিত চরিত্র ৷ আরও কিছুদিন পর1969-এ আবির্ভাব নন্টে-ফন্টের। জনপ্রিয়তায় যে জুটি বাঁটুলের সঙ্গে পাল্লা দিতে পারে ৷ তারপর আরও আরও চরিত্র ৷কিন্তু এই যে এত চরিত্র,তাদের এত এত কাণ্ড ৷ যাপড়ে মুগ্ধ পাঠক ৷ স্রষ্টার কী মনে হয়?কোন চরিত্রটিকে তিনি সবচেয়ে বেশি ভালোবেসেছেন?

এই প্রশ্নে হাসেন বাংলা কমিকসস্ট্রিপের রাজা ৷ খানিক থমকে বললেন, "পাঠকরা বলে,বাঁটুল সেরা ৷ সবাই যখন বলে... আমারওতাই মনে হয় ৷ "

বলেন,"পাঠকেরভালোবাসাটাই আসল ৷ এই যে সবাই পড়েছে,জেনেছে ৷ এটাই বড় কথা ৷ "

এখনওকাজ করেন?

"নাঃ,আর পারি না ৷"

বিষণ্ণসঙ্গে লাগে শিল্পীকে ৷ জানান,কোরোনার আগে থেকেই বাইরে বেরোতে পারেন না ৷ হাঁটলে মাথা ঘোরে৷ অথচ,ওই তোটেবিল ৷ এই সেদিনও অক্লান্ত ছিলেন ৷ বাঙালির মনে হত,নারায়ণ দেবনাথের কালি অফুরান,অনন্ত ! জেনারেশনের পর জেনারেশন বেড়েউঠল হাঁদা-ভোদা,নন্টে-ফন্টে,বাঁটুল পড়তে পড়তে ! কিংবদন্তীশিল্পীর সেই মহাকাণ্ডের সাক্ষী দিচ্ছে শোকেসে রাখা,দেওয়ালে টাঙানো প্রেসিডেন্ট স্পেশালরিকগনিশন অ্যাওয়ার্ড,সাহিত্যআকাদেমি পুরস্কার,বঙ্গবিভূষণ,রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়েরডি-লিট ইত্যাদি ইত্যাদি... ।

কেমন আছেন কিংবদন্তি নারায়ণ দেবনাথ ?
Last Updated : Jun 26, 2020, 3:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details