কলকাতা, 18 জুন : নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের গণনায় কারচুপির অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যে মামলার শুনানি হবে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে ৷ যা আপাতত আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে ৷ কারণ প্রধান মামলাকারী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আদালতে হাজির থাকতে বলা হয়েছে ৷ কিন্তু, সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায় ৷ এই মামলার বিচারপতি অশোক চন্দকে নিয়ে আপত্তি তুলেছে তৃণমূলের আইনজীবী সেল ৷ তাঁরা প্ল্যাকার্ড হাতে হাইকোর্টে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাতে শুরু করেন আজ ৷ আর এই বিক্ষোভের মূল কারণ, আইনজীবী থাকাকালীন বিজেপির একটি অনুষ্ঠানে দিলীপ ঘোষের সঙ্গে কৌশিক চন্দকে দেখা গিয়েছিল ৷ সোশ্যাল মিডিয়ায় তেমনি একটি ছবি প্রকাশ্যে এসেছে ৷
প্রসঙ্গত, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন ৷ যেখানে বিচারপতি কৌশিক চন্দকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে দেখা যাচ্ছে ৷ সূত্রের খবর, সেটি বিজেপির কোনও এক অনুষ্ঠান ছিল ৷ ছবিটি টুইট করে কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, ‘‘বিচারপতি কৌশিক চন্দ বিজেপিদরদী । নন্দীগ্রাম মামলা তাঁর হাতে নিরপেক্ষ থাকবে কি? অনুরোধ, বিচারপতি চন্দ মামলাটি ছেড়ে দিন’’ ৷
তবে, শুধু কুণাল ঘোষ নন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা নেতা ডেরেক ও’ব্রায়েন দু’টি ছবি তাঁর টুইটারে শেয়ার করেছেন ৷ যেখানে 2012 সাল থেকে একাধিক মামলার তালিকা রয়েছে ৷ যে মামলাগুলি বিজেপি বনাম রাজ্য সরকার বা সরকারি কোনও প্রতিষ্ঠানের মধ্যে ৷ সেই সব মামলায় বিজেপির আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন কৌশিক চন্দ ৷ এমনকি ইমাম ভাতা নিয়ে বিজেপি রাজ্য সরকারের বিরুদ্ধে যে মামলা করেছিল ৷ সেই মামলায বিজেপির তরফে থাকা আইনজীবী এস কে কাপুরের জুনিয়র ছিলেন কৌশিক চন্দ ৷ তৃণমূলের দাবি, বর্তমানে কৌশিক চন্দ বিচারপতি হলেও, এক সময় তিনি বিজেপি ঘনিষ্ঠ ছিলেন ৷ এমনকি বিজেপির লিগাল সেলের সঙ্গে তিনি যুক্ত ছিলেন ৷ তাই এই পরিস্থিতিতে বিচারপতি চন্দের বেঞ্চে এই মামলার শুনানি হলে, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে ৷