কলকাতা, 18 জুন : বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে নন্দীগ্রাম মামলার শুনানি নয়, আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর ।
নন্দীগ্রাম বিধানসভা আসনে ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুক্রবার সেই মামলা ওঠে বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চে । এর পরই শুরু হয়েছে বিতর্ক । এদিন মুখ্যমন্ত্রীর আইনজীবী সঞ্জয় বসু আবেদন করেন, বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে মামলার শুনানি যেন না হয় ৷ কারণ হিসেবে জানানো হয়েছে, বিচারপতি চন্দ এক সময় বিজেপির সক্রিয় সদস্য ছিলেন । ফলে বিচার প্রভাবিত হতে পারে ।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফে চিঠিতে লেখা হয়েছে, গত 21 মে নন্দীগ্রাম কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আমরা মামলা করি কলকাতা হাইকোর্টে । এই বিষয়ে 9 জুন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করা হয় । আদালতের তরফে জানানো হয়, মামলাটি ইলেকশন পিটিশন হিসেবে 10 জুন শুনানি হবে । কিন্তু ইতিমধ্যে ওই বিচারপতির বেঞ্চ পাল্টে যায় ৷ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের পরিবর্তে অন্য কোনও বিচারপতির বেঞ্চ ওই মামলার শুনানি হবে বলে জানানো হয় । গতকাল দেখা যায় মামলাটির শুনানি হবে বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চে ।