পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

BJP-র রাজ্য সভাপতির নাম ঘোষণা আজ, কতটা প্রভাব পড়বে 'গুলি করে মারার' ? - West Bengal State BJP

বঙ্গ BJP-র সভাপতির জন্য নতুন নাম ঘোষণা হবে আজ ৷ মনোনয়ন দিয়েছেন দিলীপ ঘোষ ৷ গুলি করে মারার মন্তব্য নিয়ে দলের মধ্যেও সমালোচিত হয়েছেন তিনি ৷ সভাপতির নাম ঘোষণায় আদৌ কি তার কোনও প্রভাব পড়বে ?

Dilip Ghosh
দিলীপ ঘোষ

By

Published : Jan 16, 2020, 12:41 AM IST

কলকাতা, 16 জানুয়ারি : যারা রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করবে তাদের আটকাতে যা করার দরকার তা করবে ৷ নিজের গুলি করে মারার মন্তব্যের এভাবেই সাফাই দিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ এ'দিকে আজ ঘোষণা হতে চলেছে রাজ্য BJP-র সভাপতির নাম ৷ জানা গেছে, এখনও পর্যন্ত সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন শুধুমাত্র দিলীপ ঘোষই ৷

রাজ্য সভাপতি নির্বাচনের মুখে দিলীপ ঘোষের গুলি করে মারার মন্তব্য নিয়ে দলের মধ্যেও সমালোচিত হয়েছেন তিনি । কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সমালোচনা করেছেন তাঁর মন্তব্যের । দিলীপের এই বিতর্কিত মন্তব্য তার সভাপতি হওয়ার পথে কোনও অন্তরায় সৃষ্টি করবে কি না তা নিয়েই শুরু হয়েছে জল্পনা ৷

নিজের সভাপতি পদ নিয়ে বক্তব্য রাখছেন দিলীপ ঘোষ

দিলীপের মন্তব্যে দলের একাংশ সমালোচনা করেছে এ'কথা ঠিক । কিন্তু দলের একটা বড় অংশের সমর্থনও রয়েছে তাঁর সঙ্গে ৷ সূত্রের খবর, RSS-ও চাইছে দিলীপ ঘোষকেই ৷

রানাঘাটে দিলীপবাবুর মন্তব্যকে ঘিরে বিরোধীদের সমালোচনাকে নিয়ে আজ প্রশ্ন করা হলে তিনি বলেন, "সিদ্ধার্থ সরকারের আমলে বহু ভালো ভালো ছাত্রকে গুলি করে মারা হয়েছে । সেই জমানার অনেকেই এখন নেতা-মন্ত্রী । তারাই কি না এখন দিলীপ ঘোষকে জ্ঞান দিচ্ছেন, অহিংসার কথা শোনাচ্ছেন । আমার দম আছে, তাই এই কথা বলেছি । সুযোগ এলে করে দেখাব ।"

ABOUT THE AUTHOR

...view details