কলকাতা, 16 জানুয়ারি : যারা রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করবে তাদের আটকাতে যা করার দরকার তা করবে ৷ নিজের গুলি করে মারার মন্তব্যের এভাবেই সাফাই দিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ এ'দিকে আজ ঘোষণা হতে চলেছে রাজ্য BJP-র সভাপতির নাম ৷ জানা গেছে, এখনও পর্যন্ত সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন শুধুমাত্র দিলীপ ঘোষই ৷
রাজ্য সভাপতি নির্বাচনের মুখে দিলীপ ঘোষের গুলি করে মারার মন্তব্য নিয়ে দলের মধ্যেও সমালোচিত হয়েছেন তিনি । কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সমালোচনা করেছেন তাঁর মন্তব্যের । দিলীপের এই বিতর্কিত মন্তব্য তার সভাপতি হওয়ার পথে কোনও অন্তরায় সৃষ্টি করবে কি না তা নিয়েই শুরু হয়েছে জল্পনা ৷