পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

এবার রবীন্দ্র মূর্তির ফলকে ফিরহাদ-সুদীপের সঙ্গে ভুয়ো আইএএসের নাম, তুঙ্গে বিতর্ক - ভুয়ো আইএএস

ওই রবীন্দ্র মূর্তির ফলক অনুযায়ী, ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের সঙ্গে মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বরানগরের বিধায়ক তাপস রায়, চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পৌরনিগমের পৌরপ্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ ।

s
s

By

Published : Jun 25, 2021, 2:23 AM IST

কলকাতা, 25 জুন: তালতলায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তির ফলকে ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের (Debanjan Deb) নাম । এই ফলক সূত্রে কসবার টিকা কেলেঙ্কারি কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের সঙ্গে নাম জড়াল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) সহ একাধিক তৃণমূল নেতার ।

কসবার ভুয়ো টিকা কাণ্ডের জেরে বর্তমানে পুলিশি হেফজতে ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব । সেই তার সঙ্গে এবার ফিরহাদ হাকিম সহ একাধিক তৃণমূল নেতার নাম জড়িয়ে গেল ৷ বৃহস্পতিবার সন্ধেবেলা তালতলার রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তির ফলকে দেবাঞ্জনের দেবের নাম দেখতে পান স্থানীয়রা । দ্রুত ঘটনা জানাজানি হয় ৷ এলাকার বাসিন্দারা জানান, খবর পেয়ে পৌরনিগমের কর্মীরা এসে ফলকে লেখা দেবাঞ্জন দেবের নাম মুছে দেন । ততক্ষণে অবশ্য কৌতূহলী মানুষের ভিড় জমে যায় ঘটনাস্থানে ৷

তালতলার সেই বিতর্কীত ফলক

ওই রবীন্দ্র মূর্তির ফলক অনুযায়ী, ভুয়ো আইএএস দেবাঞ্জনের সঙ্গে মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বরানগরের বিধায়ক তাপস রায় (Tapas Roy), চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় (Nayna Banerjee) এবং কলকাতা পৌরনিগমের পৌরপ্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ (Atin Ghosh) । ফলকে তাঁদের নামের নিচেই রয়েছে দেবাঞ্জন দেবের নাম । সেখানে তার পদ হিসেবে লেখা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের যুগ্মসচিব । এই ঘটনায় প্রশ্ন উঠছে, তাহলে কতটা প্রভাবশালী হয়ে উঠেছিল দেবাঞ্জন, জাল কত দূর বিস্তার করেছিল সে ৷ সব মিলিয়ে ভুয়ো আইএএস কাণ্ডে রহস্য আরও ঘনিভূত হচ্ছে গোয়েন্দাদের কাছে ।

বিজেপি নেতা সপ্তর্ষি চৌধুরীর ফেসবুক পোস্ট

আরও পড়ুন: বাড়ছে রহস্য, ভুয়ো আইএসএস-এর টুইটার হ্যান্ডেলে একাধিক প্রভাবশালীর নাম

এদিকে তালতলার রবীন্দ্র মূর্তির ফলকের ছবি ফেসবুকে পোস্ট করে তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছেন রাজ্য বিজেপির মিডিয়া সেলের প্রধান সপ্তর্ষি চৌধুরী । নিজের পোস্টে তিনি লেখেন, "তালতলাতে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচনের ফলকে নাম রয়েছে ভ্যাকসিন কেলেঙ্কারি নায়ক দেবাঞ্জন দেবের । যার তার সঙ্গে না । মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম সাহেবের সঙ্গে । মন্ত্রী জনাব ফিরহাদ হাকিমের সঙ্গে মুখ্য উপদেষ্টা যুগ্ম সচিব, পশ্চিমবঙ্গ, তার নামটা জ্বলজ্বল করছে । শাসক দলের সঙ্গে ভ্যাকসিন কেলেঙ্কারির নায়কের কী সম্পর্ক ?"

ABOUT THE AUTHOR

...view details