পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

NALCO Recruitment: জাতীয় অ্যালমুনিয়াম সংস্থায় চাকরি - জাতীয় অ্যালমুনিয়াম সংস্থা

ন্যাশনাল অ্যালমুনিয়াম কোম্পানি লিমিটেড প্রার্থী নিয়োগ করবে ৷ বেতন 60 হাজার থেকে 2 লক্ষ 80 হাজার টাকা ৷ আবেদনের শেষ তারিখ 7 ডিসেম্বর ৷

NALCO Recruitment
জাতীয় অ্যালমুনিয়াম সংস্থায় চাকরি

By

Published : Nov 12, 2021, 11:49 AM IST

ন্যাশনাল অ্যালমুনিয়াম কোম্পানি লিমিটেড তাদের বিভিন্ন পদে 86 জন প্রার্থী নিয়োগ করবে ৷ যে সব পদে প্রার্থীদের নিয়োগ করা হবে সেগুলি হল, ডেপুটি ম্যানেজার, জেনারেল ম্যানেজার, গ্রুপ জেনারেল ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ৷ পদ অনুযায়ী বয়স আলাদা আলদা নির্দিষ্ট করা হয়েছে ৷

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে বয়স হতে হবে 32 বছরের মধ্যে ৷ বেতন 60 হাজার থেকে 1 লক্ষ 80 হাজার টাকা ৷ ডেপুটি ম্যানেজারেরক্ষেত্রে বয়স হতে হবে 35 বছরের মধ্যে ৷ বেতন 70 হাজার টাকা থেকে 2 লক্ষ টাকা ৷ ম্যানেজার পদে বয়স হতে হবে 38 বছরের মধ্যে ৷ বেতন 1 লক্ষ 20 হাজার টাকা থেকে 2 লক্ষ 80 হাজার টাকা ৷

আরও পড়ুন: রাজ্যের স্বাস্থ্য বিভাগে নার্সের চাকরি

আবেদনের শেষ তারিখ 7 ডিসেম্বর ৷ অনলাইনে আবেদনের জন্য এবং বিস্তারিত জানতে দেখুন www.nalcoindia.com এই ওয়েবসাইটের মাধ্যমে ৷

ABOUT THE AUTHOR

...view details