ন্যাশনাল অ্যালমুনিয়াম কোম্পানি লিমিটেড তাদের বিভিন্ন পদে 86 জন প্রার্থী নিয়োগ করবে ৷ যে সব পদে প্রার্থীদের নিয়োগ করা হবে সেগুলি হল, ডেপুটি ম্যানেজার, জেনারেল ম্যানেজার, গ্রুপ জেনারেল ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ৷ পদ অনুযায়ী বয়স আলাদা আলদা নির্দিষ্ট করা হয়েছে ৷
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে বয়স হতে হবে 32 বছরের মধ্যে ৷ বেতন 60 হাজার থেকে 1 লক্ষ 80 হাজার টাকা ৷ ডেপুটি ম্যানেজারেরক্ষেত্রে বয়স হতে হবে 35 বছরের মধ্যে ৷ বেতন 70 হাজার টাকা থেকে 2 লক্ষ টাকা ৷ ম্যানেজার পদে বয়স হতে হবে 38 বছরের মধ্যে ৷ বেতন 1 লক্ষ 20 হাজার টাকা থেকে 2 লক্ষ 80 হাজার টাকা ৷