কলকাতা, 31 মে : বরাবরই শিরোনামেই থাকেন তিনি । রাজ্য বিজেপির বলিয়ে কয়িয়ে মুখ । দলের মনোবল বৃদ্ধিতে তাঁর এক একটা কথা ভোকাল টনিকের মতো কাজ করত । এহেন ‘কার্যকরী’ নেতার মুখ এবার বন্ধ করল বিজেপি (BJP) । সরিসরি চিঠি লিখে বলা হল, সংবাদমাধ্যমের সামনে বা প্রকাশ্যে দলের নেতা-নেত্রীদের নিয়ে মুখ যেন তিনি না খোলেন । বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং (BJP National General Secretary Arun Singh) একটি চিঠি দিয়ে দিলীপ ঘোষকে মুখ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ।
সম্প্রতি বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh) বিজেপির একাধিক নেতা-নেত্রীর বিরুদ্ধে মন্তব্য করছিলেন । দিলীপ ঘোষের সেই সব মন্তব্যের কারণে অস্বস্তি বাড়ছিল বিজেপিতে । এমনিতেই অন্তর্দ্বন্দ্বে জর্জরিত দলে প্রতিদিনই কেউ না কেউ একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন । কিন্তু এক্ষেত্রে বলির পাঁঠা করা হয়েছে দিলীপকেই, অন্তত রাজনৈতিক মহল তেমনটাই মনে করছে । যতদূর জানা যাচ্ছে বিজেপির তরফে জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং চিঠি দিয়েছেন দিলীপ ঘোষকে । বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার (BJP National President JP Nadda) নির্দেশই এই চিঠি ।
এদিন অরুণ সিং চিঠিতে লিখেছেন, ‘‘আগে অনেক বার আপনাকে সতর্ক করা হয়েছে । কোনও লাভ হয়নি । আপনার মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে । আপাতত সংবাদমাধ্যমে আপনি মুখ খুলতে পারবেন না ।’’ তিনি আরও লিখেছেন, ‘‘আপনার বেশ কিছু বিবৃতি এবং ক্ষোভ প্রকাশ করে মন্তব্যে রাজ্য নেতৃত্ব ক্ষুব্ধ হয়েছেন । একই সঙ্গে বিড়ম্বনায় পড়েছেন কেন্দ্রীয় নেতৃত্বও ।’’