কলকাতা, 1 অগাস্ট : ইতিমধ্যেই একাধিক কর্মীর কোরোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে । সেই মতো একাধিক পদক্ষেপও করা হয়েছে । এবার ফের একধাপ নবান্নে জীবাণুমুক্তকরণের কাজ করা হবে । এ জন্য আগামী সোম এবং মঙ্গলবার বন্ধ থাকবে রাজ্যের সচিবালয় । আজ নবান্নের তরফে এ খবর জানানো হয়েছে ।
ফের জীবাণুমুক্তকরণ, সোম-মঙ্গল বন্ধ নবান্ন - Nabanna to remain closed
একাধিক কর্মীর কোরোনায় আক্রান্ত হওয়ার জের ৷ সোম ও মঙ্গলবার বন্ধ রাখা হবে নবান্ন ৷
কলকাতায় প্রথম কোরোনার প্রবেশের সঙ্গে সঙ্গে নাম উঠে এসেছিল নবান্নের । এক আমলার ছেলে প্রথম কোরোনায় আক্রান্ত হন । তার পর থেকেই নবান্নে কঠোর পদক্ষেপ করা হয় । প্রায় মাস পাঁচেক আগে প্রথম কোরোনার খবর আসে কলকাতা থেকে । তার পর থেকে সময় যত এগিয়েছে, ততই রাজ্য-কলকাতায় কোরোনায় সংক্রমণ মাত্রা ছাড়িয়ছে । সেই মত রাজ্য প্রশাসনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপও করা হয়েছে ।
নবান্ন সূত্রে খবর, প্রতি মাসেরই নিয়ম করে জীবাণুমুক্ত করা হয় । গত মাসেও একই ভাবে এই কাজ করা হয়েছিল । সেই মতোই আগামী সোম এবং মঙ্গলবার নবান্ন জীবাণুমুক্ত করা হবে ।