পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

চিকিৎসকদের নিরাপত্তার আশ্বাস রাজ্য প্রশাসনের

চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস দিল রাজ্য প্রশাসন । রাজ্য প্রশাসনের তরফ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে চিকিৎসকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি CCTV লাগিয়ে নজরদারি চালানোর কথাও বলা হয়েছে ।

ফাইল ফোটো

By

Published : Jun 14, 2019, 12:29 PM IST

কলকাতা, 14 জুন : চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস দিল রাজ্য প্রশাসন । রাজ্য প্রশাসনের তরফ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে চিকিৎসকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি CCTV লাগিয়ে নজরদারি চালানোর কথাও বলা হয়েছে ।

NRS -এ জুনিয়র ডাক্তার নিগ্রহের ঘটনায় রীতিমতো তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশিকা জারি করেছিলেন আন্দোলন তুলে নেওয়ার বিষয় । সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের দাবিতে অনড় রয়েছেন জুনিয়র ডাক্তারদের একাংশ । তাঁদের পাশে দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে সিনিয়র ডাক্তাররা পদত্যাগ করেছেন । জুনিয়র ডাক্তারদের অন্যতম দাবি ছিল, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে । পাশাপাশি SSKM-এ গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের যেভাবে কড়া ভাযায় সতর্ক করেছেন তারও নিন্দা করেছেন আন্দোলনকারীরা । মুখ্যমন্ত্রীকে নিঃশর্তে ক্ষমা চাওয়ার দাবিও তুলেছেন তাঁরা ।

এরপর আজ নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করার আশ্বাস দিল প্রশাসন । তবে, বিজ্ঞপ্তি জারির পর আন্দোলন উঠবে কি না তা এখনও স্পষ্ট নয় । জুনিয়র ডাক্তারদের তরফে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details