পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Nabanna Order সরকারি আধিকারিকদের সম্পত্তির হিসেব জমা দেওয়ার নির্দেশ নবান্নের - নবান্ন

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (ED) সক্রিয়তা দেখে সরকারি আধিকারিকদের (Government officials) সম্পত্তির হিসেব সরকারের কাছে জমা দেওয়ার নির্দেশ দিল নবান্ন (Nabanna Order)৷ এ বিষয়ে অভ্যন্তরীণ নির্দেশ জারি করা হয়েছে ৷

Nabanna orders government officials to submit property report
সরকারি আধিকারিকদের সম্পত্তির হিসেব জমা দেওয়ার নির্দেশ নবান্নের

By

Published : Aug 25, 2022, 2:52 PM IST

কলকাতা, 25 অগস্ট:রাজ্য সরকারকে বিপাকে ফেলতে অতি সক্রিয় কেন্দ্রীয় এজেন্সিগুলি (ED)। শুধু রাজনৈতিক দলের নেতা নয়, বিভিন্ন সময় তারা টার্গেট করছেন বিরোধী রাজনৈতিক দলের শাসনে থাকা প্রশাসনিক কর্তাদের । বারবার এমনই অভিযোগ শোনা গিয়েছে শাসকদলের মুখে ৷ এ বার এই নিয়ে সতর্ক হল রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্ন । অভ্যন্তরীণ নির্দেশ জারি করে সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি আমলাদের সম্পত্তির হিসেব রাজ্য সরকারের কাছে জমা দেওয়ার নির্দেশ দিল নবান্ন (Nabanna Order)।

সম্প্রতি দেখা গিয়েছে গরু পাচার এবং কয়লা পাচার মামলায় তদন্তে নেমে একের পর এক রাজ্যের আমলা ও পুলিশ আধিকারিকদের (Government officials) হাজিরার নির্দেশ দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই (CBI)। আর তাই নবান্নের তরফ থেকে অভ্যন্তরীণ নির্দেশিকা জারি করে সরকারি আধিকারিকদের সম্পত্তির হিসেব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

প্রসঙ্গত রাজ্য সরকারের অফিসারদের নির্দিষ্ট সময় অন্তর অন্তর সরকারের কাছে সম্পত্তির হিসেব দিতে হয় । কিন্তু রাজ্যের অর্থ দফতর লক্ষ্য করছে, বহু সরকারি আধিকারিক নির্দিষ্ট সময়ে তাঁদের সম্পত্তির হিসেব জমা করছেন না । আর সে কারণেই এ বার এই নিয়ে সতর্ক হল নবান্ন । সরাসরি নির্দেশিকা জারি করে সমস্ত সরকারি আধিকারিককে তাঁদের হিসেব জমা করতে বলা হয়েছে ।

আরও পড়ুন:সরকারি কর্মচারীদের মতো অবসরকালীন সুযোগসুবিধা পাবেন জিটিএ কর্মীরাও, ঘোষণা নবান্নের

নিয়োগ দুর্নীতি মামলার পর গরু পাচার এবং কয়লা পাচার নিয়ে অতি সক্রিয় ইডি এবং সিবিআই । ইতিমধ্যেই এই মামলায় তারা বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে । একইসঙ্গে ইডির তরফ থেকে তলব করা হয়েছে আটজন আইপিএস অফিসারকেও । এই তালিকায় রয়েছেন জ্ঞানবন্ত সিং, সুকেশ জৈন, রাজীব মিশ্র, তথাগত বসু, এস সেলভামুরগান, শ্যাম সিং, কোটেশ্বর রাও ও ভাস্কর মুখোপাধ্যায়ের মতো গুরুত্বপূর্ণ নামও । শুধু আইপিএস অফিসার নন, শোনা যাচ্ছে এই মামলায় বেশ কয়েকজন আমলাকেও দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে । সে ক্ষেত্রে রাজ্য সরকারের যাতে মুখ না পোড়ে, তাই এই নিয়ে সতর্ক হতে দেখা গেল নবান্নকে ।

ABOUT THE AUTHOR

...view details