কলকাতা, 30 মে: শর্তসাপেক্ষে সিনেমা, সিরিয়াল ও ওয়েব সিরিজের শুটিংয়ে ছাড় দিল রাজ্য সরকার। আজ নির্দেশিকা জারি করে এই ছাড়ের কথা ঘোষণা করল নবান্ন। জানিয়ে দেওয়া হল, 1 জুন থেকে অনধিক 35 জনকে নিয়ে কনটেইনমেন্ট জোনের বাইরে শুটিং করা যাবে। তবে রিয়ালিটি শোয়ের শুটিং বন্ধ থাকবে। গতকাল সরকারি-বেসরকারি অফিস, ধর্মস্থান সহ অন্যান্য ক্ষেত্রগুলো খোলার বিষয় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাতে এরই সঙ্গে শুটিং চালুর বিষয় সংযোজন করে নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 30 জুন পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণার খুব স্বল্প সময়ের মধ্যেই দুই সপ্তাহের জন্য লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করল রাজ্য সরকারও। একটি নির্দেশিকা জারি করে নবান্নের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, মুখ্যমন্ত্রী শুক্রবার যে বিষয়গুলি ঘোষণা করেছিলেন তা কার্যকর করার কথা। প্রসঙ্গত, 1 জুন থেকে বেশ অনেক ক্ষেত্রে ছাড়ের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
নির্দেশিকা জারি করে সিনেমা ও সিরিয়ালের শুটিংয়ে ছাড় দিল নবান্ন - serials
সিনেমা, সিরিয়াল ও ওয়েব সিরিজের শুটিংয়ে ছাড় দিল রাজ্য সরকার। আজ নির্দেশিকা জারি করে এই ছাড়ের কথা ঘোষণা করল নবান্ন। জানিয়ে দেওয়া হল, 1 জুন থেকে অনধিক 35 জনকে নিয়ে কনটেইনমেন্ট জোনের বাইরে শুটিং করা যাবে। তবে রিয়ালিটি শোয়ের শুটিং বন্ধ থাকবে।
এছাড়া 8 জুন থেকে 70 শতাংশ কর্মী নিয়ে সরকারি ও বেসরকারি অফিস খোলার কথাও বলেন তিনি।100 শতাংশ শ্রমিক দিয়ে নির্মাণ কাজ চালু করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । এছাড়াও 100 শতাংশ কর্মী নিয়ে জুটমিল, চা-বাগান ও মাঝারি ও ক্ষুদ্র শিল্প চালু করার কথা বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর আজ সরকারিভাবে নির্দেশিকা জারি হল। তবে এর সঙ্গে সংযুক্ত হল সিনেমা ও সিরিয়ালের শুটিংয়ের বিষয়। 1 জুন থেকে শর্ত সাপেক্ষে সিনেমা, সিরিয়াল ও ওয়েব সিরিজের শুটিং করা যাবে বলে নির্দেশিকা দিয়ে জানিয়ে দিল রাজ্য সরকার।