কলকাতা, 1 অক্টোবর : ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের বেতন কাঠামো তৈরি করেছে রাজ্য সরকার । এবারে রাজ্যের তরফ থেকে সুখবর মিলল অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্যও । আজ নতুন পেনশন কাঠামোর বিজ্ঞপ্তি জারি করল নবান্ন ।
আজ নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটানোর চেষ্টা হল । বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, 2015 সালের 31 ডিসেম্বর অবসরপ্রাপ্ত কর্মীদের বেসিক পেনশন যা ছিল, তা 2.57 গুণ বেড়ে যাবে । 2015 সালের 31 ডিসেম্বর কারও বেসিক পেনশন 3302 টাকা থাকলে তা 2.57 গুণ বেড়ে 8486.14 টাকা হবে । এরপর রাউন্ড অফ করে বেসিক পেনশন হবে 8500 টাকা ।