পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পুজোর মুখে পেনশনভোগীদের জন্য সুখবর, জারি বিজ্ঞপ্তি - state government pension

পুজোর মুখেই নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটাতে চাইল রাজ্য । বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, 2015 সালের 31 ডিসেম্বর অবসরপ্রাপ্ত কর্মীদের বেসিক পেনশন যা ছিল, তা 2.57 গুণ বেড়ে যাবে ।

পুজোর মুখেই পেনশনভোগীদের জন্য সুখবর, নবান্নে জারি বিজ্ঞপ্তি

By

Published : Oct 1, 2019, 8:15 PM IST

কলকাতা, 1 অক্টোবর : ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের বেতন কাঠামো তৈরি করেছে রাজ্য সরকার । এবারে রাজ্যের তরফ থেকে সুখবর মিলল অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্যও । আজ নতুন পেনশন কাঠামোর বিজ্ঞপ্তি জারি করল নবান্ন ।

আজ নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটানোর চেষ্টা হল । বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, 2015 সালের 31 ডিসেম্বর অবসরপ্রাপ্ত কর্মীদের বেসিক পেনশন যা ছিল, তা 2.57 গুণ বেড়ে যাবে । 2015 সালের 31 ডিসেম্বর কারও বেসিক পেনশন 3302 টাকা থাকলে তা 2.57 গুণ বেড়ে 8486.14 টাকা হবে । এরপর রাউন্ড অফ করে বেসিক পেনশন হবে 8500 টাকা ।

বেতন কাঠামোর মতো নতুন পেনশন কাঠামোও 2020 সালের 1 জানুয়ারি থেকে লাগু হবে । বাড়ানো হল পেনশনের ঊর্ধ্বসীমাও । 35 হাজার টাকা থেকে বাড়িয়ে তা করা হয়েছে 1 লাখ 500 টাকা ।

এ ছাড়াও রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সে (ROPA) বলা হয়েছে, 80 থেকে 85 বছরের মধ্যে বয়স হলে বর্ধিত বেসিক পেনশনের উপর আরও 20 শতাংশ টাকা পাবেন পেনশনভোগীরা । 85 থেকে 90 বছরের মধ্যে বয়স হলে বর্ধিত বেসিক পেনশনের উপর আরও 30 শতাংশ পাবেন তাঁরা । তবে বয়স 100 বছর পেরিয়ে গেলে বর্ধিত পেনশন কাঠামোর উপরে অতিরিক্ত 100 শতাংশ পেনশন পাবেন পেনশন ভোগীরা ৷

ABOUT THE AUTHOR

...view details