কলকাতা, 3 সেপ্টেম্বর : পুজোর আগেই বেহাল রাস্তাগুলির মেরামতের কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিল নবান্ন ৷ ইতিমধ্যেই যে সমস্ত রাস্তার বেহাল দশা তার একটি তালিকাও তৈরি করা হয়েছে ৷ সেই অনুযায়ী সারাইয়ের কাজ করা হবে । পূর্ত দপ্তর এই কাজ করবে ৷
পুজোর আগে সমস্ত বেহাল রাস্তা সারাইয়ের নির্দেশ নবান্নর - Nabanna instructs to repair all the dilapidated roads before durga Pujo
দীর্ঘদিন ধরেই বিভিন্ন রাস্তার বেহাল দশা নিয়ে অভিযোগ জমা পড়ছিল প্রশাসনের কাছে ৷ অবশেষে দুর্গাপুজোর আগে রাস্তা সারাইয়ের নির্দেশ দেওয়া হল নবান্নের তরফে ৷
রাজ্যের বেশিরভাগ রাজ্য সড়কের অবস্থা খারাপ । খানাখন্দে ভরা ওই সব রাস্তার অবস্থা বর্ষার সময়ে আরও খারাপ হয়ে যায় । গাড়ি চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় চালকদের ৷ রাস্তার বেহাল অবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে ৷ এসব নিয়ে দীর্ঘদিন ধরেই জমা পড়ছিল অভিযোগ ৷ অবশেষে তৎপর হল রাজ্যের পূর্ত দপ্তর ৷ কোন কোন রাস্তার অবস্থা বেহাল, তা নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট তৈরি হয়েছে । পুজোর আগেই রাস্তা মেরামতের কাজ শেষ করতে উদ্যোগী হয়েছে নবান্ন ।
সূত্রের খবর, রাজ্যের রাস্তাগুলির বেহাল দশা নিয়ে ইতিমধ্যেই ঘনিষ্ঠ মহলে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে দ্রুত রাস্তা মেরামতের জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে । জানিয়ে দেওয়া হয়েছে, দুর্গোৎসবের আগে রাজ্যের সমস্ত বেহাল রাস্তাগুলি সারাইয়ের ব্যবস্থা করতে হবে ।