পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

100 days of work: ঠেলায় পড়ে কেন্দ্রীয় নির্দেশিকা মতো 100 দিনের কাজ সম্পাদনের নির্দেশ নবান্নের - 100 দিনের কাজ

ঠেলায় পড়ে কেন্দ্রীয় নির্দেশিকা মতো 100 দিনের কাজ (100 days of work) সম্পাদনের নির্দেশ দিল নবান্ন (Nabanna)৷ গত ডিসেম্বর মাস থেকে 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র (Central guidelines)৷

Nabanna directs to do 100 days of work as per central guidelines
ঠেলায় পড়ে কেন্দ্রীয় নির্দেশিকা মতো 100 দিনের কাজ সম্পাদনের নির্দেশ নবান্নের

By

Published : Aug 2, 2022, 3:12 PM IST

কলকাতা, 2 অগস্ট:হয়তো একেই বলে 'ঠেলার নাম বাবাজি'। ঠেলায় পড়ে এ বার কেন্দ্রের পথেই হাঁটতে চলেছে রাজ্য সরকার (Nabanna)। এ বার থেকে 100 দিনের কাজ কেন্দ্রীয় নির্দেশ মেনে সম্পন্ন করার নির্দেশ দিল রাজ্য প্রশাসন।

গত ডিসেম্বর মাস থেকে 100 দিনের কাজের টাকা (100 days of work) আটকে দিয়েছে কেন্দ্রীয় সরকার । রাজ্যের তরফ থেকে বারবার কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করেও কোনও লাভ হয়নি । এই অবস্থায় রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্ন থেকে প্রত্যেক জেলায় ইমপ্লিমেন্টিং অথরিটির কাছে নির্দেশ দেওয়া হয়েছে, যাবতীয় অনিয়ম সরিয়ে কাজ করতে হবে স্বচ্ছ ভাবে । শুধু তাই নয়, কোথাও যদি দেখা যায় যে কেন্দ্রীয় নিয়ম না মেনে কাজ করা হচ্ছে না, আগামী দিনে এর দায় নিতে হবে ওই জেলাকেই । এ ক্ষেত্রে যে কাজ করা হচ্ছে, তার জিও-ট্যাগিং (geo-tagging) করতে হবে । কোনও পঞ্চায়েত সদস্যের কাছে কারও জব কার্ড রাখা চলবে না । তথ্য সংযুক্ত করার জন্য কারও জব কার্ড নেওয়া হলে দ্রুত তা ফিরিয়ে দিতে হবে । একসঙ্গে প্রত্যেক পঞ্চায়েত কী কাজ করছে, তার জন্য সাতটা রেজিস্টার খাতা রাখতে হবে । স্বচ্ছতার সঙ্গে এই রেজিস্টার খাতা মেইন্টেন করতে হবে । প্রতিটি স্তরে জব কার্ডের সংখ্যা, কোন দিন কতজন কাজ করছেন, কত টাকা দেওয়া হচ্ছে, কেন্দ্রের তরফ থেকে কত টাকা পাঠানো হয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখতে হবে (Central guidelines)।

আরও পড়ুন:রাজ্যে গঠিত হবে নতুন সাতটি জেলা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নবান্নের তরফ থেকে এই নির্দেশও দেওয়া হয়েছে, 100 দিনের কাজে কেন্দ্রীয় নির্দেশ মেনে যে যে কাজের কথা বলা হয়েছে সেগুলোই করাতে হবে । এতদিন দেখা যেত পুকুর কাটার বা পলি তোলার কাজে এদের ব্যবহার করা হত, সেক্ষেত্রে পলি তোলার কাজে এদের ব্যবহার না করার জন্য অনুরোধ করা হয়েছে ।

প্রসঙ্গত, সরকারি এই সিদ্ধান্তের পর বিজেপির তরফ থেকেও এই নিয়ে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে । এই নিয়ে বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলা হলে তিনি বলেন, রাজ্যের সঙ্গে কেন্দ্রের কোনও সংঘাত নেই । নিয়ম মেনে কেন্দ্রীয় প্রকল্পের কাজ হলে সেই টাকা দেবে কেন্দ্রীয় সরকার । 100 দিনের কাজের ক্ষেত্রে জেসিপি দিয়ে কাজ করে বলা হচ্ছিল, 100 দিনের কর্মীদের মাধ্যমে কাজ হয়েছে । রাজ্য সরকার যদি, সঠিক নিয়ম মেনে কাজ করে তাতে টাকা দিতে কারও আপত্তি থাকার কথা নয় । তবে এই সত্যিটা আগে বুঝলেই ভালো হত । এতদিন গরিব শ্রমিকদের টাকা বন্ধ হয়ে থাকত না ।

ABOUT THE AUTHOR

...view details