কলকাতা, 30 জুন : রাজ্যের এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্তাকে লাইফটাইম এক্সিলেন্স সম্মান প্রদান করা হবে ৷ একইসঙ্গে, আরও তিন পুলিশ আধিকারিককে দেওয়া হবে মুখ্যমন্ত্রী পুলিশ মেডেল ৷ মঙ্গলবার নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে ৷ যে চারজনকে পুলিশে ভাল কাজের স্বীকৃতি দেওয়া হবে, তাঁরা হলেন রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের (CID) অবসরপ্রাপ্ত ডেপুটি পুলিশ সুপার গৌতম ঘোষাল, রাজ্য পুলিশের বর্তমান দুই আধিকারিক শ্যামলকুমার মণ্ডল ও হেমন্তকুমার শর্মা এবং সিআইডি আধিকারিক সন্দীপ গঙ্গোপাধ্যায় ৷
আরও পড়ুন :ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে পুলিশ ও পৌরনিগম দায় এড়াতে পারে না : মমতা
নবান্ন সূত্রে খবর, সন্দীপকে সিআইডি-র সেরা আধিকারিকের স্বীকৃতি দিতে চলেছে রাজ্য সরকার ৷ একইভাবে জেলা পুলিশ থেকে ভাল কাজ করার জন্য পুরস্কৃত হচ্ছেন শ্যামলকুমার মণ্ডল এবং হেমন্তকুমার শর্মা ৷ প্রসঙ্গত, ভাল কাজের স্বীকৃতি হিসাবে প্রতি বছরই রাজ্য সরকারের তরফ থেকে বাহিনীর সেরা আধিকারিক ও কর্মীদের পুলিশ মেডেল দিয়ে সংবর্ধনা জানানো হয় ৷ নবান্নের তরফে জানানো হয়েছে, বার্ষিক তুল্যমূল্যের বিচারেই এই চারজনকে সম্মানিত করা হবে ৷
আরও পড়ুন :বিশ্ব মাদকবিরোধী দিবসে জেলাবাসীকে সচেতন করতে মালদা পুলিশের উদ্যোগ
প্রসঙ্গত, করোনাকালে পুলিশের দায়িত্ব এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে ৷ এই পরিস্থিতি সকলের কাছেই একেবারে আনকোরা ছিল ৷ তাই পুলিশের তরফে অবস্থা সামাল দেওয়াও সহজ ছিল না ৷ কিন্তু, কলকাতা তথা রাজ্য়ের পুলিশের ভূমিকায় রাজ্য প্রশাসন সন্তুষ্ট ৷ তাই রাজ্য সরকারের তরফ থেকে আয়োজিত মেডেল প্রদান অনুষ্ঠানে পুলিশকর্মী ও আধিকারিকদের বাড়তি প্রশংসা করা হতে পারে ৷
আরও পড়ুন :পুলিশ কর্মীদের জন্য মোবাইল ক্যান্টিন সহ চেঞ্জিংরুমের ব্যবস্থা শিলিগুড়িতে
উল্লেখ্য, রাজ্য প্রশাসনের শীর্ষ পদ বসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) পুলিশ-প্রশাসন-আমজনতার মধ্যে মেলবন্ধনের উপর জোর দিয়েছেন ৷ নানা সময়ে পুলিশের কর্তা, আধিকারিকদের তাঁর ধমক যেমন খেতে হয়েছে, তেমনই ভাল কাজের পুরস্কার হিসাবে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দরাজ সার্টিফিকেটও পেয়েছেন তাঁরা ৷ মুখ্যমন্ত্রী পুলিশ মেডেলের মতো সম্মান পুলিশ আধিকারিক ও কর্মীদের তাঁদের কাজের প্রতি আরও দায়িত্বশীল করে তুলবে বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ একইসঙ্গে, সহকর্মীদের এই সম্মান প্রদান বাকি পুলিশকর্মীদেরও ভাল কাজ করতে উদ্বুদ্ধ করবে ৷