কলকাতা, 31 জানুয়ারি: সবটাই এখনও পর্যন্ত পরিকল্পনার পর্যায়ে । কবে এর বাস্তবায়ন হবে সেটাই এখনও ঠিক জানেন না রাজ্য সরকারের আধিকারিকরা । খরচ বেড়ে যাওয়ারও একটা ব্যাপার রয়েছে । সেটাও মাথায় রাখতে হচ্ছে । কিন্তু লক্ষ্মীর ভান্ডার (lakshmir bhandar) প্রকল্পের বিপুল জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কী ভাবে মহিলাদের সামাজিক উন্নয়ন ও অগ্রগতি আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়া যায়, বিশেষ করে রাজ্যে বাল্যবিবাহ রোখা যায়, সেই নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে নবান্ন (Nabanna considering to curb early marriages)।
বিধানসভা নির্বাচনের পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে লক্ষ্মীর ভান্ডার । মহিলাদের হাতখরচ দেওয়ার এই প্রকল্প গ্রামবাংলা থেকে শুরু করে শহর ও মফঃস্বলের মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়েছে । কিন্তু এই প্রকল্পকে ঘিরে বিরোধীদের সমালোচনার শেষ নেই । ঠিক সেই অবস্থাতেই রাজ্য সরকারে এ ব্যাপারে নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়েছে ।
নবান্ন (Nabanna news) সূত্র অনুসারে এমনিতেই এই প্রকল্প এই মুহূর্তে 25 বছর পরবর্তী সমস্ত মহিলাদের জন্য কার্যকর । পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু দফতরের এক আধিকারিকের কথায়, "আমরা এই প্রকল্পটিকে কিভাবে নারী ক্ষমতায়ন এবং নারী উন্নয়নে ব্যবহার করা যায়, সে বিষয়ে বিভিন্ন দিক খতিয়ে দেখছি । মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্প আগামী দিনে যাতে সমাজের পিছিয়ে পড়া মেয়েদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, তার জন্যই এই ভাবনা চিন্তা । তারই একটা অংশ হিসাবে আমরা ভাবনা চিন্তা করে দেখছি একে বাল্যবিবাহ রুখতে ব্যবহার করা যায় কি না ।"