পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

জীবাণুমুক্ত করতে আজ ফের বন্ধ নবান্ন - Nabanna closed for sanitation work

BJP-র নবান্ন অভিযানের দিন জীবাণুমুক্ত করার কারণ দেখিয়ে বন্ধ রাখা হয়েছিল নবান্ন । আজ ফের অমিত শাহের সফরের দ্বিতীয় দিনে জীবাণুমুক্ত করার বিজ্ঞপ্তি দিয়ে বন্ধ রাখা হল রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন ৷

নবান্ন
নবান্ন

By

Published : Nov 6, 2020, 1:13 PM IST

কলকাতা, 6 নভেম্বর : জীবাণুমুক্ত করার জন্য আজ বন্ধ থাকবে নবান্ন । শনি, রবিবার এমনিতেই বন্ধ থাকে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন ৷ ফলে পরপর তিনদিন বন্ধ থাকতে চলেছে নবান্ন । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফরে এসেছেন । এমতাবস্থায় জীবাণুমুক্ত করার জন্য বন্ধ রাখা হল নবান্ন । গতকাল রাতে জারি করা হয় বিজ্ঞপ্তি । এর মধ্যেও অবশ্য রাজনৈতিক যোগসূত্র দেখতে শুরু করেছে রাজনৈতিক মহলের একাংশ । এর আগে BJP-র নবান্ন অভিযানের দিন জীবাণুমুক্ত করার কারণ দেখিয়ে বন্ধ রাখা হয়েছিল নবান্ন ।

বিভিন্ন সময় সংক্রমণের ঝুঁকি এড়াতে জীবাণুমুক্তকরণের কাজ করা হয়েছে ৷ সেইমতো মাঝেমধ্যেই বন্ধ রাখা হয়ে থাকে রাজ্যের প্রধান এই প্রশাসনিক ভবনকে । বেশিরভাগ ক্ষেত্রে সাপ্তাহিক ছুটির আগে বা পরে নবান্ন বন্ধ রেখে জীবাণুমুক্তকরণের কাজ চলে ।

তবে জীবাণুমুক্ত করার দোহাই দিয়ে বিশেষ বিশেষ দিনে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য রাজ্যের প্রধান সচিবালয় বন্ধ রাখা হয় বলে অভিযোগ বিরোধীদের । BJP-র নবান্ন অভিযানের দিনও বন্ধ রাখাকে কেন্দ্র করে এই অভিযোগ আরও জোরালো হয় । এই মুহূর্তে রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এমতাবস্তায় আজ নবান্ন বন্ধ রাখার কথা গতকাল ঘোষণা করে রাজ্য সরকার । শুক্রবার জীবাণুমুক্ত করার জন্য বৃহস্পতিবার রাতে কেন নবান্ন বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করা হল তা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন ।

ABOUT THE AUTHOR

...view details