পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রবীন্দ্র সরোবরে সুইমিং পুলে দেহ উদ্ধার বৃদ্ধের - Rabindra Sarobar Police Station

অন্যদিনের মতো আজ সকালেও রবীন্দ্র সরোবরের এক অভিজাত ক্লাবের সুইমিং পুলে সাঁতার কাটতে আসেন সত্যব্রত সেন (78) । কলকাতার ডোভার টেরেসের বাসিন্দা ওই বৃদ্ধ আজ সকাল সাড়ে 9টা নাগাদ ক্লাবে ঢোকেন । দুপুর 12 টা নাগাদ তাঁর গাড়ির চালক ক্লাব কর্তৃপক্ষকে জানান, এখনও গাড়িতে ফেরেননি সত্যব্রতবাবু । পরে সুইমিং পুলের মধ্যে পাওয়া যায় তাঁর দেহ ৷

Mysterious death in rabindra sarobar
সাঁতার কাটতে গিয়ে রহস্যমৃত্যু

By

Published : Dec 10, 2019, 7:41 PM IST

Updated : Dec 10, 2019, 7:47 PM IST

কলকাতা, 10 ডিসেম্বর : রবীন্দ্র সরোবরের এক অভিজাত ক্লাবে সাঁতার কাটতে এসে মৃত্যু হল এক বৃদ্ধের ৷ নাম সত্যব্রত সেন (78) ৷ ঘটনায় তদন্তে নেমেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ । বৃদ্ধের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য ।

শরীরচর্চা করতে সাঁতার কাটার অভ্যাস ছিল । অভিজাত ক্লাবের সুইমিং পুলে রোজই আসেন সাঁতার কাটতে । আজও আসেন । কলকাতার ডোভার টেরেসের বাসিন্দা ওই বৃদ্ধ আজ সকাল সাড়ে 9 টা নাগাদ ক্লাবে ঢোকেন । দুপুর 12 টা নাগাদ তাঁর গাড়ির চালক ক্লাব কর্তৃপক্ষকে জানান, এখনও গাড়িতে ফেরেননি সত্যব্রতবাবু । খোঁজ শুরু করেন ক্লাবের আধিকারিকরা । দেখা যায়, চেঞ্জিং রুমেই পড়ে রয়েছে বৃদ্ধের জামাকাপড় । ক্লাবের কয়েকজন সদস্য জানান, তাঁকে সুইমিং পুলের দিকে যেতে দেখা গেছিল । এরপর ওই ক্লাবের সদস্যরা সুইমিংপুলে খোঁজাখুঁজি শুরু করেন । কিন্তু পাওয়া যায়নি সত্যব্রতবাবুকে ‌।

খবর যায় পুলিশে । ঘটনাস্থানে আসে রবীন্দ্র সরোবর থানার পুলিশ‌ । ডাকা হয় দুর্ঘটনা মোকাবিলা দলকে । দুর্ঘটনা মোকাবিলা দলের সদস্যরা সুইমিং পুলের মধ্যে থেকে খুঁজে পান সত্যব্রতবাবুর দেহ । ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি । তবে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরেই মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ।

Last Updated : Dec 10, 2019, 7:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details