পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মদ্যপানের পর বন্ধুদের সঙ্গে বচসা, শহরে ঝুলন্ত দেহ উদ্ধার মহিলার - ঝুলন্ত দেহ উদ্ধার

খাস কলকাতায় রহস্যজনকভাবে মৃত্যু হল এক মহিলার ৷ বান্ধবীদের সঙ্গে মধ্যপানের পর ঘরের থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে তাঁর দেহ ৷

mysterious death in kolkata, hanging body recovered from netaji nagar
মদ্যপানের পর বন্ধুদের সঙ্গে বচসা, শহরে ঝুলন্ত দেহ উদ্ধার মহিলার

By

Published : Jun 2, 2021, 6:19 PM IST

কলকাতা, 2 জুন :বান্ধবীদের সঙ্গে মদ্যপানের পর ঝামেলা । পরে ঝুলন্ত দেহ উদ্ধার হল এক মহিলার । ঘটনাটি ঘটেছে নেতাজি নগর থানা এলাকায় । মৃত মহিলার বান্ধবীদের সঙ্গে কথা বলছে পুলিশ ।

মৃতার নাম পূজা গায়েন (26)। তাঁর বাড়ি বর্ধমানে । নেতাজি নগরের একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি । পুলিশ সূত্রে খবর, তাঁর ফ্ল্যাটে এসেছিলেন তাঁর বান্ধবী জিনা সরকার ও টুম্পা রায় । অভিযোগ, সেখানেই তাঁরা বেশ কয়েক ঘণ্টা গল্প করেন । পরে তাঁরা মদ্যপানও করেন ।

পরে রহস্যজনকভাবে বন্ধ ঘর থেকে পুজা গায়েনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে, মদ্যপানের সময় বন্ধুদের সঙ্গে পূজার ঝামেলা শুরু হয়ে যায় । কিন্তু কী বিষয় নিয়ে তাঁদের মধ্যে বচসা হয়, তা এখনও জানা যায়নি ।

আরও পড়ুন:কেন্দ্র-রাজ্য চাপানউতোরের জেরে শাস্তির মুখে আলাপন

তদন্তে নেমে নেতাজি নগর থানার পুলিশ পূজা গায়েনের দুই বান্ধবীকে থানায় ডেকে পাঠায় । সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয় ৷ মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details