পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পর্ণশ্রীতে প্রেমিকার বাড়িতে ব্যক্তির রহস্যমৃত্যু, খুনের অভিযোগ স্ত্রীর - পর্ণশ্রীতে ব্যক্তির রহস্যমৃত্যুতে ধোঁয়াশায় পুলিশ

পরিবারের দাবি খুন করা হয়েছে সিদ্ধার্থকে ৷ অন্যদিকে ঝুমার দাবি আত্মহত্যা করেছেন সিদ্ধার্থ ৷ আজ মৃতদেহের ময়নাতদন্ত করা হবে ৷ খুন না আত্মহত্যা তা রিপোর্ট এলেই পরিষ্কার হবে ৷

সিদ্ধার্থ ভট্টাচার্য

By

Published : Aug 26, 2019, 1:08 PM IST

Updated : Aug 26, 2019, 1:19 PM IST

বেহালা, 26 অগাস্ট : পর্ণশ্রীতে ব্যক্তির রহস্যমৃত্যু ৷ খুন না কি আত্মহত্যা ধোঁয়াশায় পুলিশ ৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷

সিদ্ধার্থ ভট্টাচার্য (47) ৷ বাড়ি 162/ 1 ব্রাহ্ম সমাজ রোডে ৷ পেশায় পুরোহিত ৷ স্ত্রী-র নাম গৌতমী ভট্টাচার্য ৷ সিদ্ধার্থ ও গৌতমীর 2 ছেলে ৷ এদিকে সিদ্ধার্থের সঙ্গে ঝুমা রায় (32) নামে এক যুবতির সম্পর্ক ছিল ৷ ঝুমা পর্ণশ্রীর রবীন্দ্রনগরে একটি ফ্ল্যাটে থাকতেন ৷ সিদ্ধার্থের পরিবারের বক্তব্য, ঝুমার বাড়িতে প্রায়শই রাত কাটাতেন সিদ্ধার্থ ৷ গতকালও সন্ধ্যায় ঝুমা সিদ্ধার্থকে ফোন করে ফ্ল্যাটে ডাকেন ৷ ঝুমার 2 ছেলে ও 1 মেয়ে ৷ ঝুমা বহুদিন ধরেই দাবি করে আসছিলেন তাঁর ছোটো ছেলের বাবা হলেন সিদ্ধার্থ ৷ এই নিয়ে গতকাল তীব্র বচসা হয় ঝুমা ও সিদ্ধার্থের মধ্যে ৷

সূত্র মারফত খবর, গতরাত 10টা নাগাদ ঝুমার ফ্ল্যাটে পৌঁছান সিদ্ধার্থ ৷ তার কিছুক্ষণ পরেই মদ্যপান শুরু করেন । রাত 11টা নাগাদ ঝুমার পোষা কুকুরটি অনবরত ডাকতে থাকায় বিরক্তি বোধ করেন তিনি । লাথি মেরে কুকুরটিকে ফ্ল্যাটের বাইরে বের করে দেন ৷ প্রতিবাদ করেন ঝুমা । যার জেরে দু'জনের মধ্যে কথা কাটাকাটি হয় । পরে ঝুমা কুকুরটিকে খুঁজতে ফ্ল্যাটের বাইরে যান । সঙ্গে ছিল তার ছেলে । আধঘণ্টা পর ফিরে এসে দেখেন ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ । ধাক্কাধাক্কি দেন ৷ কিন্তু তাতেও সিদ্ধার্থ দরজা না খোলায় প্রতিবেশীদের ডাকেন ঝুমা । প্রতিবেশীরা এসে দরজা ভাঙতে সাহায্য করে ৷ ভিতরে ঢুকে দেখা যায় ড্রয়িংরুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন সিদ্ধার্থ ৷ এরপরই পুলিশে খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷

পরিবারের দাবি খুন করা হয়েছে সিদ্ধার্থকে ৷ অন্যদিকে ঝুমার দাবি, আত্মহত্যা করেছেন সিদ্ধার্থ ৷ আজ মৃতদেহের ময়নাতদন্ত করা হবে ৷ খুন না আত্মহত্যা তা রিপোর্ট এলেই পরিষ্কার হবে ৷

পুলিশের বক্তব্য, তদন্ত চলছে ৷ ঝুমা রায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

Last Updated : Aug 26, 2019, 1:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details