কলকাতা, 6 জুন : লালবাজারের জারি করা এসওপি মেনে নিল শহরের বেশ কয়েকটি রোয়িং ক্লাব (Multiple rowing club accepted SOP of police)। ইতিমধ্যেই লালবাজারের তরফ একটি এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল শহরের রোয়িং ক্লাবগুলিকে । বলা হয়েছিল, রোয়িং করার সময় রাখতে হবে অ্যাম্বুলেন্স-সহ প্রশিক্ষক এবং উদ্ধারকারী বোট ৷ এবার লালবাজারের দেওয়া সেই সমস্ত শর্ত মেনে নিল শহরের একাধিক রোয়িং ক্লাবগুলি ।
গত 21 মে রবীন্দ্র সরোবর লেকে রোয়িং করতে গিয়ে বোট উলটে মৃত্যু হয় দুই কিশোরের । এরপরই শহরের রোয়িং ক্লাবগুলির রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে । সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে নগরপাল শহরের সবকটি রোয়িং ক্লাবের সঙ্গে বৈঠকে বসেন । সেই বৈঠকে স্থির হয় লালবাজারের তরফে এসওপি জারি করা হচ্ছে ।