কলকাতা, 17 অগস্ট : দলত্যাগ বিরোধী আইনে (Anti Defection Law) কৃষ্ণনগর উত্তর (Krishnanagar North)-র বিধায়ক মুকুল রায় (Mukul Roy)-কে বিধানসভা থেকে সরানোর তোড়জোড় শুরু করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ এমনকি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ তৈরি করতে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু ৷ এই পরিস্থিতিতে মুকুল রায় কোন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে বিধানসভায় রয়েছেন, তা জানতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ সেই প্রশ্নে জাবাবে এবার, শুভেন্দু অধিকারী তথা বিজেপিকেই কিছুটা ব্যাকফুটে ঠেলে দিলেন দুঁদে রাজনীতিবিদ মুকুল রায় ৷ অধ্যক্ষের প্রশ্নের জবাব দিতে চিঠি লিখে একমাসের সময় চেয়ে নিয়েছেন তিনি ৷ ঠিক লোকসভার সাংসদ পদ বাঁচাতে যেমনটা করেছেন, শুভেন্দু অধিকারীর বাবা তথা বর্ষীয়ান তৃণমূল নেতা শিশির অধিকারী ৷
শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর থেকেই তৃণমূল বিরোধী মন্তব্য করতে শুরু করেন শিশির অধিকারী ৷ কিন্তু তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেননি তিনি ৷ তৃণমূল সাংসদ হিসেবে বিজেপির তরফদারি করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে ৷ এর পরই শিশির অধিকারীর সাংসদ পদ খারিজ করার আবেদন জানিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দেয় তৃণমূল কংগ্রেসের সংসদীয় কমিটি ৷ যে আবেদনের ভিত্তিতে অধ্যক্ষ শিশির অধিকারীর অবস্থান সম্পর্কে জানতে চান ৷ যার জবাবে লোকসভার অধ্যক্ষের কাছে একমাসের সময় চেয়ে নিয়েছেন শিশির ৷ আর শুভেন্দু অধিকারীর মুকুল রায়কে রাজ্য বিধানসভা থেকে সরানোর পরিকল্পনাকে ব্যর্থ করতে, শিশির অধিকারীর কৌশলকেই হাতিয়ার করলেন মুকুল ৷
আরও পড়ুন : Mukul Roy : এবার বিধানসভা চত্বরে বেফাঁস মুকুল, কৃষ্ণনগরে বিজেপির হয়ে দাঁড়ালেই জিতবেন