কলকাতা, 3 মার্চ : মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ সংক্রান্ত মামলায় সব পক্ষকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানানোর নির্দেশ দিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ । 22 মার্চ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে (Mukul Roy Two post Dismissal Case) ।
মামলার শুনানিতে শুভেন্দু অধিকারী তরফে আইনজীবী আদালতে উল্লেখ করেন সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন । বলা হয়, মুকুল রায়কে সম্পূর্ণ অনৈতিকভাবে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছে যা বিরোধীদলের প্রাপ্য । পাশাপাশি মুকুল রায় বর্তমানে ভারতীয় জনতা পার্টিতে নেই । তাই তাঁর বিধায়ক পদ অবিলম্বে খারিজ করা উচিত । এই সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল কিন্তু শীর্ষ আদালত কলকাতা হাইকোর্ট এই এক মাসের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন ৷
তারপরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানান, সব পক্ষ এই মামলায় তাঁদের নিজেদের বক্তব্য হলফনামা দিয়ে জানাক । আগামী 22 মার্চ থেকে এই মামলার শুনানি করা হবে ।