কলকাতা, ৩০ অগাস্ট: মমতা বন্দ্যোপাধ্যায়কে BJP-তে স্বাগত জানালেন এক সময়ের ছায়াসঙ্গী ৷ মুকুল বাবু বলেন, মমতা চাইলে BJP-তে যোগ দিতে পারেন । ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ মেনে যোগ দিতেই পারেন তিনি । আজ বিধানসভায় এসে মুখ্যমন্ত্রী সম্পর্কে এমনই মন্তব্য করলেন মুকুল রায় ।
প্রায় 2 বছর পর আজ বিধানসভায় এসেছিলেন BJP নেতা মুকুল রায় । BJP-র পরিষদীয় দলের ঘর পরিদর্শন করেন তিনি । BJP বিধায়কদের সঙ্গে পরিষদীয় ঘরে বসেই বেশ কিছুক্ষণ আলাপ- আলোচনা সারেন তিনি । এর পরে দেবশ্রী রায়ের দলবদলের প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তৃণমূলের একদা সেকেন্ড-ইন-কমান্ড ।
মুকুল বাবু বলেন, '' তৃণমূলের কত বিধায়ক কমবে তা খবর লাগান । সামনে তিনটি উপনির্বাচন রয়েছে। তিনটেই আমরা জিতব । শুধুমাত্র রায়দীঘি কেন ভবানীপুরে মমতার পাড়াতেই আমাদের মার্জিন বেশি রয়েছে ।''
মুকুল সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, '' মমতা যদি আমার দলে আসে তাহলে কি নেব না ? মুকুল সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, '' মমতা যদি আমার দলে আসে তাহলে কি নেব না ? '' সাংবাদিকরা পাল্টা প্রশ্ন করেন, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বদল হবে না ? এ প্রসঙ্গে মুকুল রায়ের যুক্তি, ''কেন এক থাকবে? যে কেউ যোগ দিতে চান, আমরা বলছি এসো । সবার জন্য দরজা খোলা । মমতা যোগ দিতে চাইলে দেবেন । ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ মেনে যোগ দিতে চাইলে কেন আসবেন না ? ''
অন্যদিকে, গত বুধবার মেয়ো রোডে ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ''আমার ভাইকে ডেকেছে । এবারে আমাকে ডাকবে ।''
এ প্রসঙ্গে মুকুল রায়ের বক্তব্য, মুখ্যমন্ত্রীর অনেক ভাই রয়েছে । আমি জানি 8 ভাই । আমার কোনও ভয় নেই আমি কোনও অন্যায় করিনি । যে চুরি করেছে বা যার অসঙ্গতি আছে সে ভয় পাবে ।''