কলকাতা, 11 জুন :তাওয়া গরম থাকতে থাকতেই আঘাত হানো বিজেপির দিকে ৷ রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রণকৌশল নিয়েছিলেন বলে খবর রাজনৈতিক মহলের ৷ সেই অভিযানেরই প্রথম সাফল্য মুকুল রায়ের (Mukul Roy) প্রত্যাবর্তন ৷ প্রায় সাড়ে তিন বছর গেরুয়া শিবিরে ঘুরে ঘর ওয়াপসি হল বিজেপির বিদায়ী সহ-সভাপতির ৷ আবার তৃণমূলে ফিরলেন বর্ষিয়ান নেতা ৷
রাজ্যে বিধানসভা নির্বাচনের পর মেরুদণ্ড প্রায় ভেঙে গিয়েছে বঙ্গ বিজেপির ৷ তারা আর যাতে তারা মাথা তুলে দাঁড়াতে না-পারে, সে জন্য ক্ষমতায় আসার পরই মমতা বন্দ্যোপাধ্যায় নয়া রণকৌশল নিয়েছেন ৷ এবং তা নিঃসন্দেহে 2024-এর সাধারণ নির্বাচনের দিকে তাকিয়ে ৷ যার মাত্র বাকি আর আড়াই বছর ৷ এখনও রাজ্যে লোকসভার 18 জন সাংসদ রয়েছে বিজেপির ৷ কাজেই সে কথা মাথায় রেখে লোকসভা ভোটের জন্য এখন থেকেই ঝাঁপাতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ রাজ্যে বর্তমান বিজেপিবিরোধী হাওয়াকে কাজে লাগাতে চাইছে তৃণমূল ৷ আর এই অভিযানে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে প্রভাবশালী দলবদলু নেতাদের ঘর ওয়াপসিতে ৷ এ ভাবে সংগঠন মজবুত করার পাশাপাশি বঙ্গ বিজেপিকে তাসের ঘরের মতো ভেঙে দিতে চাইছে তারা ৷ ভেঙে দিতে চাইছে তাদের আত্মবিশ্বাস ৷
আরও পড়ুন:মুকুল তুমি ফিরলে কেন? ওটা দুষ্টু লোক; মিমের বন্যা নেটমাধ্যমে