কলকাতা, 27 সেপ্টেম্বর : তলব করা হয়েছিল BJP নেতা মুকুল রায়কে । সূত্রের খবর, নারদ কাণ্ডের জেরে গ্রেপ্তার হওয়া এস এম এইচ মির্জ়ার সঙ্গে মুখোমুখি বসিয়ে মুকুল রায়কে জেরা করতে চায় CBI । কিন্তু আজ CBI দপ্তরের হাজির হননি মুকুল । তিনি CBI-র কাছে সময় চেয়েছেন । জানিয়েছেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তিনি আজ হাজির হতে পারবেন না নিজ়াম প্যালেসে ।
আজ CBI দপ্তরে হাজিরা দিতে পারবেন না, সময় চাইলেন মুকুল - BJP Leader Mukul Roy was called for CBI interrogation
পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তিনি আজ হাজির হতে পারবেন না নিজ়াম প্যালেসে, জানিয়েছেন BJP নেতা মুকুল রায় ৷ তিনি CBI-র কাছে সময়ও চেয়েছেন ৷
ছদ্মবেশী নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলকে মির্জ়ার কাছে পাঠিয়েছিলেন মুকুল । ম্যাথু এবং মির্জ়া উভয়েই জানিয়েছেন এই একই কথা । যদিও ভিডিয়োতে মুকুল রায়কে সরাসরি টাকা নিতে দেখা যায়নি । এ দিকে ম্যাথুকে যে তিনি মির্জ়ার কাছে পাঠিয়েছিলেন, তা অস্বীকার করেননি মুকুল । জানিয়েছেন, উনি শিল্প করতে চেয়েছিলেন, সে কারণে বর্ধমানের তৎকালীন পুলিশ সুপার মির্জ়ার কাছে পাঠিয়েছিলেন ৷ তাঁর ভূমিকা এটুকুই ।
তবে সূত্র জানাচ্ছে, জেরায় মির্জ়া আরও বেশ কিছু তথ্য দিয়েছেন । যা মুকুলের বিপক্ষেই গেছে । তৎকালীন সময়ে মুকুল ঘনিষ্ঠ অফিসার হিসেবে পরিচিত মির্জ়া ঠিক কী কী তথ্য দিয়েছেন তা অবশ্য জানা যায়নি । এ দিকে আজই শহরে আসছেন BJP-র সর্বভারতীয় কার্যকরী সভাপতি জে পি নাড্ডা । সে কারণেই মুকুল ব্যস্ত থাকবেন বলে খবর ।