কলকাতা, 5 সেপ্টেম্বর: "এখনও মরে যাইনি ৷" সোমবার তৃণমূল ভবনে (Trinamool Congress Bhawan) এসে 'মনে করিয়ে দিলেন' মুকুল রায় (Mukul Roy) ৷ ঘাসফুল অথবা পদ্ম, যে শিবিরেই থাকুন না কেন, দীর্ঘ প্রায় দেড় দশক ধরে রাজ্য রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক ছিলেন মুকুল ৷ কিন্তু বিজেপি ছেড়ে দ্বিতীয় দফায় তৃণমূল কংগ্রেসে ফেরার পর থেকেই কেমন যেন আড়ালে চলে গিয়েছেন এই দুঁদে রাজনীতিক ৷ রাজনৈতিক মহলের একাংশ অবশ্য এর পিছনে অন্যতম কারণ হিসাবে তাঁর অসুস্থতাকেই দেখছেন ৷ বস্তত, গত প্রায় এক-দেড় বছর শরীরটা ভালো ছিল না মুকুলের ৷ তাঁর কথাবার্তাতেও অসংলগ্নতা লক্ষ করা যাচ্ছিল ৷ কিন্তু এদিন তাঁর বক্তব্যে সামান্য হলেও বদল ধরা পড়ে ৷ প্রসঙ্গত, একদিকে যখন পঞ্চায়েত ভোট দরজায় কড়া নাড়ছে, ঠিক তখনই মুকুল যদি তাঁর পুরনো ফর্মে ফেরেন, তাহলে তা যে তৃণমূল কংগ্রেসকে বাড়তি অক্সিজেন দেবে, তা নিয়ে কোনও সন্দে নেই ৷
একটা সময় মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) সংগঠনের দু'নম্বর ব্যক্তি ছিলেন তিনি ৷ সত্যি বলতে কী, পশ্চিমবঙ্গকে হাতের তালুর মতোই চেনেন মুকুল ৷ কেউ কেউ তাঁর মধ্যে প্রয়াত বাম নেতা অনিল বিশ্বাসের ছায়া দেখতে পেতেন ৷ তাঁকে রাজনৈতিক মহল 'চাণক্য' হিসাবেই দেখত ৷ এহেন গুরুত্বপূর্ণ, আপাদমস্তক রাজনৈতিক একজন মানুষ গত এক-দেড় বছরে যেন রাজনীতি থেকেই হারিয়ে গিয়েছিলেন !
আরও পড়ুন:খারিজ হচ্ছে না বিধায়ক পদ, বিজেপিতেই মুকুল; রায় স্পিকারের