কলকাতা, 2 সেপ্টেম্বর : হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল নেতা মুকুল রায় (Mukul Roy) । আজ, বৃহস্পতিবার সকালে হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন । এই পরেই তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে । হাসপাতাল সূত্রে খবর, যে তাঁর চিকিৎসার জন্য 7 সদস্যের চিকিৎসক দল গঠন করা হয়েছে । তাঁকে উডবার্নের 103 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে ।
আরও পড়ুন :Dilip Ghosh : রাজ্য সভাপতিকে না জানিয়েই বিজেপির বৈঠকের দিন স্থির ! দিলীপের বক্তব্য ঘিরে জল্পনা
মুকুল রায়ের শারীরিক অবস্থা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি হাসপাতালের তরফে ৷ তবে সূত্র মারফত জানা গিয়েছে যে তাঁর শরীরে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি রয়েছে । এর ফলে বেশ কিছুদিন ধীরেই বেশ কিছু শারীরিক সমস্যা ভুগছিলেন তিনি । এছাড়াও তিনি ডায়াবিটিসে আক্রান্ত ৷
হাসপাতালের তরফে তাঁর বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষার চলছে ৷ পরে মেডিক্যাল বুলেটিনে বিস্তারিত জানানো হতে পারে ৷ আজ হেঁটেই হাসপাতালে প্রবেশ করেছেন মুকুল রায় ৷ তাই শারীরিক অবস্থা নিয়ে এখনও উদ্বেগের কিছু নেই বলে মনে করা হচ্ছে ৷