কলকাতা, 28 এপ্রিল : সৌজন্য সাক্ষাতেই তৃণমূল ভবনে গিয়েছিলেন মুকুল রায় (Mukul Denies Rejoining TMC) । বৃহস্পতিবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Speaker Biman Banerjee) ডাকা শুনানিতে যোগ দিয়ে এমনটাই জানালেন মুকুল রায়ের আইনজীবী । একই সঙ্গে আইনজীবী মারফত মুকুল রায় জানিয়েছেন, তিনি বিজেপিতেই আছেন ৷ দলত্যাগ করেননি । অতএব তাঁর বিরুদ্ধে ওঠা দলত্যাগ বিরোধী মামলা যুক্তিহীন (Anti Defection Case against Mukul Roy) ।
প্রসঙ্গত, কোন দলে রয়েছেন বাংলার ‘রায় সাহেব’, তা জানতে লক্ষ্মীবারের দুপুরে শুনানির আয়োজন করেছিলেন অধ্যক্ষ৷ এসেছিলেন দু’পক্ষের আইনজীবীরাও৷ সেখানেই মুকুল রায়ের তরফে দলত্যাগ মামলায় জানিয়ে দেওয়া হল, মুকুল রায় বিজেপিতেই আছেন, তৃণমূলে যোগের কোনও বৈধতা নেই৷ মুকুলের আইনজীবীর যুক্তি, সদ্য পত্নীবিয়োগ হয়েছিল এই বিজেপি বিধায়কের। সেসময় পুরনো বন্ধুরাই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। আর সৌজন্যের খাতিরেই সেদিন অর্থাৎ 11 জুন 2021 সালে তিনি তৃণমূল ভবনে গিয়েছিলেন।
এখানে উল্লেখ করা প্রয়োজন যে মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ মামলার দ্বিতীয় দফায় শুনানি শেষে হল। হাইকোর্টের নির্দেশে এই শুনানি চলছিল রাজ্য বিধানসভায়। তাঁর যোগদানের ভিডিয়ো সংবিধান অনুযায়ী আরও একবার বিবেচনা করে শুনানির নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।