পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Durga Puja 2022: সাবেকি প্রতিমা আর আলোক সজ্জায় দর্শকের ‘প্রতীক্ষা‘ - মুদিয়াললি ক্লাবের পুজো

ঢাকে কাঠি পড়তে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা ৷ বিগত দু‘বছরের বিধি নিষেধ কাটিয়ে চেনা ছন্দে ফিরছে তিলোত্তমাবাসী (Durga Puja 2022) ৷ শহরের পুজো মণ্ডপ ফিরেছে চেনা ছন্দে ৷ যেমন মুদিয়ালির পুজো এবার ফিরছে চেনা ছন্দে ৷ এবারের থিম ‘প্রতীক্ষা’ ৷

Durga Puja 2022
ETV Bharat

By

Published : Sep 15, 2022, 8:42 PM IST

Updated : Sep 15, 2022, 9:15 PM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর: চলতি বছরে 88তম বর্ষে পদার্পণ করেছে মুদিয়ালি ক্লাবের পুজো (Durga Puja 2022) ৷ প্রতিবারের মতো রীতি মেনেই সাবেকি প্রতিমা হবে এবারও। শিল্পী চন্দন নগরের অসিত পাল। চার পুরুষ ধরেই মুদিয়ালি ক্লাবের প্রতীমা গড়ছেন তাঁর । এই বছর মুদিয়ালি ক্লাবের থিম হলো প্রতীক্ষা। সৃজনে প্রখ্যাত শিল্পী গৌরাঙ্গ কুইলা।

মুদিয়ালির আলোকসজ্জা

এবার পুজোর আলোক সজ্জাতেও ব্যাবহার করা হয়েছে চমক ৷ সৌরবিদ্যুৎ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ ৷ এছড়াও লোহার কাঠামোর উপরে কাপড়ের ফিতে দিয়ে নানা নকশা তৈরি করা হয়েছে ৷ রাংতা দিয়ে সাজানো হচ্ছে মণ্ডপ ৷ থাকছে শোলা দিয়ে তৈরি পদ্মফুলের কুড়িও দেখা যাবে এই ক্লাবের পুজোয় ৷ সাবেকি প্রতিমা আর আলো ঝলমলে মণ্ডপ সজ্জা দর্শকদের মন মাতাবে ৷

সাবেকি প্রতিমা আর আলোক সজ্জায় দর্শকের ‘প্রতীক্ষা‘

আরও পড়ুন: পুজোর আগে শঙ্কায় বাংলাদেশের উদ্যোক্তারা, নজরে রবিবাসরীয় বৈঠক

করোনার কারণে গত দু'বছর থমকে গিয়েছিল জনজীবন। বাঙালির প্রাণের উৎসবেও ছেদ পড়েছিল। টানা দুবছর ধরে প্রতীক্ষা ছিল আজকের মুহূর্তের। কবে ফিরবে ফের স্বাভাবিকতা। ফের উৎসব মুখর হবেন সকল মানুষ। প্রতীক্ষার অবসান হয়েছে। সাবেকি প্রতিমা আর আলো ঝলমলে মণ্ডপের মধ্যে দিয়ে দর্শকদের উৎসবমুখর করে তোলাই এবারের মুদিয়ালি ক্লাবের পুজো উদ্যোক্তাদের প্রধান উদ্দেশ্য ৷

থিমের নাম ‘প্রতীক্ষা‘ কেন ? সেই প্রসঙ্গেই এক উদ্যোক্তার কথায় করোনা আবহ কাটিয়ে সবকিছু চেনা ছন্দে ফিরছে ৷ কলকাতাবাসী দীর্ঘদিন অপেক্ষা করেছিল পুরনো ছন্দের পুজোয় ৷ তাই এবারের থিমের নামও ‘প্রতীক্ষা’ ৷

Last Updated : Sep 15, 2022, 9:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details