কলকাতা, 9 এপ্রিল : লকডাউনের শহরে যৌনকর্মীদের খাবারের ব্যবস্থা করলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। প্রায় 500 জন যৌনকর্মীকে খাবারের প্যাকেট দিলেন তিনি। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কয়েকজন সমাজসেবীর মাধ্যমে সোনাগাছি ও কালীঘাটের যৌনপল্লিতে পর্যাপ্ত খাবার বিলি করেন তিনি।
উত্তর কলকাতার যৌনপল্লি সোনাগাছিতে গত দুদিন ধরে প্রায় আড়াইশো জন যৌনকর্মীকে খাবারের প্যাকেট দিয়েছেন বিকাশবাবু । পাঁচ কেজি চাল, 1 কেজি ছোলা এবং মুসুরির ডাল, 2 কেজি আটা, 500 গ্রাম তেল, নুন প্যাকেট সহ পাতিপুকুর এলাকায় 570 জন মহিলাকে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়। মহিলারা এই স্যানিটারি ন্যাপকিন বিলি করেন।
যৌনকর্মীদের খাবার দিলেন সাংসদ বিকাশ ভট্টাচার্য - কালীঘাটের যৌনপল্লি
সোনাগাছি ও কালীঘাটের যৌনপল্লির যৌনকর্মীদের মধ্যে খাবার বিলি করলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।
বিকাশ ভট্টাচার্য জানিয়েছেন, শহরের দুই প্রান্তের দুই যৌনপল্লিতে দুঃস্থ-বয়স্ক এবং সন্তান রয়েছে এমন যৌনকর্মীদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আগামী রবিবারও কালীঘাট চত্বরের যৌনকর্মীদের আরও কিছু খাবারের প্যাকেট দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।চলাফেরা করতে পারেন না, কাজ করতে অক্ষম এমন যৌনকর্মীদের খাবারের প্যাকেট দেওয়া হয়েছে। লকডাউনের ফলে শহরের সবকটি খাবারের দোকান বন্ধ। মুদির দোকান খুললেও পর্যাপ্ত খাবার না পাওয়ার জন্য সংকটে রয়েছেন শহরের দুই প্রান্তের প্রবীণ যৌনকর্মীরা। তাঁদের জন্য খাবারের প্যাকেটের ব্যবস্থায় উপকৃত হয়েছেন কালীঘাট এবং সোনাগাছির যৌনকর্মীরা।
এর আগে সমাজ কল্যাণ, নারী ও শিশু বিকাশ মন্ত্রী শশী পাঁজাও যৌনকর্মীদের খাবারের প্যাকেট দিয়েছিলেন।