কলকাতা, 2 অগস্ট: মুদ্রাস্ফীতি, বেকারত্ব, আদিবাসীদের অধিকারে হস্তক্ষেপ এমন একাধিক অভিযোগে দেশজুড়ে পথে নামছে সিপিএম ৷ গত 30 ও 31 জুলাই দিল্লিতে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই ইস্যুগুলি নিয়ে আলোচনা হয় ৷ সেই ইস্যুগুলিকে নিয়ে একত্রে আগামী সেপ্টেম্বরের 14-24 তারিখ পর্যন্ত লাগাতার আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএম নেতৃত্ব (Movement of CPIM on Multiple Issues of Country from 14 24 September) ৷
বাংলার ক্ষেত্রে এই আন্দোলনে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হবে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি ৷ রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে কর্মসূচি নেওয়া হবে ৷ সিপিএমের তরফে অভিযোগ করা হয়েছে, লাগামহীন মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব পড়ছে ৷ যার ফলে অর্থনীতিতে চাহিদার মাত্র কমছে ৷ পাশাপাশি, দেশের উৎপাদন প্রক্রিয়া অর্থাৎ, জিডিপি-তেও প্রভাব পড়ছে ৷ ফলে অর্থনীতির গতিও ক্রমশ মন্থর হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ৷