কলকাতা, 14 ডিসেম্বর : কেমব্রিজ মার্কেটিং কলেজের সঙ্গে শুক্রবার MoU স্বাক্ষর করল দুর্গাপুরের ডাঃ বিধান চন্দ্র রায় ইঞ্জিনিয়ারিং কলেজ । গতকাল এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয় ৷ যৌথ উদ্যোগে পড়ুয়া, ফ্যাকাল্টি ও কর্পোরেট জগতের আগ্রহী এবং যোগ্য ব্যক্তিদের আধুনিকতম প্রযুক্তি ও ম্যানেজমেন্টে অ্যাডভান্সড ট্রেনিং প্রোগ্রাম দেওয়ার জন্য MoU স্বাক্ষরিত হয় । এবছর পূর্বভারতে প্রযুক্তি ও ম্যানেজমেন্ট শিক্ষাক্ষেত্রে অর্থপূর্ণ অস্তিত্বের 20তম বর্ষ পালন করছে দুর্গাপুরের ডাঃ বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ (BCREC) । তারমধ্যেই যুক্তরাষ্ট্রের নামকরা কেমব্রিজ মার্কেটিং কলেজের (CMC) সঙ্গে MoU স্বাক্ষর হওয়ায় উচ্চতার শিখরে পৌঁছাতে একটি নতুন অধ্যায় সৃষ্টি করবে বলে মনে করছে সকলে ।
কেমব্রিজ মার্কেটিং কলেজের সঙ্গে MoU দুর্গাপুরের বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের
মার্কেটিং ম্যানেজমেন্ট ও পাবলিক রিলেশনে বিভিন্ন কোর্স করিয়ে থাকে CMC । যুক্তরাজ্যের খ্যাতনামা চার্টার্ড ইন্সটিটিউট অফ মার্কেটিংয়ের (CIM UK) দ্বারা স্বীকৃত পেয়েছে কলেজটি । CIM কোর্স ছাড়াও CMC স্বাধীনভাবে ও বিভিন্ন দেশের স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে মিলে নিজস্ব স্টাডি প্রোগ্রাম অফার করে থাকে । ডাঃ বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ পশ্চিমবঙ্গের দ্বিতীয় প্রতিষ্ঠান যার সঙ্গে MoU স্বাক্ষরিত হয়েছে CMC-র ।
মার্কেটিং ম্যানেজমেন্ট ও পাবলিক রিলেশনে বিভিন্ন কোর্স করিয়ে থাকে CMC । যুক্তরাজ্যের খ্যাতনামা চার্টার্ড ইন্সটিটিউট অফ মার্কেটিংয়ের (CIM UK) দ্বারা স্বীকৃত পেয়েছে কলেজটি । CIM কোর্স ছাড়াও CMC স্বাধীনভাবে ও বিভিন্ন দেশের স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে মিলে নিজস্ব স্টাডি প্রোগ্রাম অফার করে থাকে । ডাঃ বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ পশ্চিমবঙ্গের দ্বিতীয় প্রতিষ্ঠান যার সঙ্গে MoU স্বাক্ষরিত হয়েছে CMC-র ।
সম্প্রতি পশ্চিমবঙ্গের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (MAKAUT) সঙ্গে যৌথভাবে ডিজ়িটাল মার্কেটিং এবং মার্কেটিং টেকনোলজির প্রয়োগ নিয়ে সবথেকে আধুনিক কোর্স করাচ্ছে CMC । বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের সঙ্গে যৌথভাবে কনটেমপোরারি টুলস অ্যান্ড প্রাকটিসেস-এর উপর দুই থেকে তিনদিনের মাস্টার ক্লাস এবং মেন্টরড ওয়ার্কশপ করার সুযোগ দেবে CMC । এছাড়া, যুক্তরাজ্যে আটদিন ও সাত রাতের মধ্যে ইমারশন ম্যানেজমেন্ট প্রোগ্রামের সুযোগ করে দেবে । যেখানে অংশগ্রহণকরীরা তাঁদের ম্যানেজমেন্ট সম্পর্কে আরও বেশি ধারণা নিতে পারবেন । সবমিলিয়ে কেমব্রিজ মার্কেটিং কলেজের সঙ্গে এই MoU ভারত ও যুক্তরাজ্যের ফ্যাকাল্টি এবং পড়ুয়াদের যুক্তিসঙ্গত মূল্যে আধুনিকতম টেকনোলজি এবং ম্যানেজমেন্ট কনসেপ্টের স্বাদ দেওয়ার সুযোগ করে দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।