কলকাতা, 26 জানুয়ারি : রাজ্যে লাগু হল মোটর ভেহিক্যালস (সংশোধনী) আইন 2019 (Motor Vehicles (Amendment) Act, 2019) ৷ আর সেই অনুযায়ী, ট্রাফিক আইন ভাঙার অপরাধে জরিমানার অঙ্কও অনেকটাই বেড়ে গেল ৷ পাশাপাশি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহনকে যাওয়ার জায়গা না দিলে 10 হাজার টাকা জরিমানা করা হবে ৷ বিশেষ করে অ্যাম্বুলেন্স ও দমকলকে রাস্তা না ছাড়লে অভিযুক্ত গাড়ির মালিককের বিরুদ্ধে এই জরিমানা করা হবে ৷ সেই সঙ্গে চালক ও মালিক দু’জনের বিরুদ্ধেই আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারে ট্রাফিক বিভাগ ৷
তবে, শুধু দমকল বা অ্য়াম্বুলেন্স নয় ৷ সংশোধিত মোটর ভেহিক্যালস আইন (Motor Vehicles amendment Act 2019 effective from 26th january in west bengal) অনুযায়ী, ট্রাফিকের অন্যান্য ক্ষেত্রেও জরিমানার পরিমাণ বেড়েছে ৷
- বিনা হেলমেটে বাইক চালালে জরিমানার পরিমাণ 100 টাকা করা হয়েছে ৷
- কর্তব্যরত ট্রাফিক পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করলে 2 হাজার টাকা জরিমানা ৷
- লাইসেন্স ও কাগজপত্র ছাড়া গাড়ি চালালে 5 হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে ৷
- বেপরোয়াভাবে জোরে গাড়ি চালালে 5 হাজার টাকার জরিমানা দিতে হবে ৷
- কোনও গাড়ি 3 বছরের মধ্যে একই কাজ দ্বিতীয়বার করলে 10 হাজার টাকা পর্যন্ত জরিমানা ভরতে হবে ৷