পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

অপহরণের গল্প ফেঁদে শিশুকন্যাকে খুন মায়ের

দুপুর বারোটা নাগাদ ছাদে জামাকাপড় মেলতে যায় টুম্পা । দরজায় কলিং বেল বাজে । সেই সময় দরজার বাইরে থাকা এক যুবক জানায় ছাদ থেকে চাবি চাইছে তাদের পরিচারিকা। ওই যুবক ঠিক কী বলছে তা বুঝতে না পেরে দরজা কিছুটা খোলে সন্ধ‍্যা মালো । তখনই তাকে ধাক্কা মেরে ওই ঘরে ঢুকে পড়ে ওই যুবক । পুলিশের কাছে প্রাথমিকভাবে বলা হয়েছিল এমনই ৷

mother killed her baby at beleghata
দুমাসের শিশুকন্যাকে খুন করল মা

By

Published : Jan 27, 2020, 4:13 AM IST

Updated : Jan 27, 2020, 9:15 AM IST

কলকাতা, 27 জানুয়ারি : দু-মাসের শিশুকন্যাকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। খুন করে ম্যানহোলে ঢুকিয়ে দেওয়া হয় শিশুটিকে ৷ সন্ধ্যা মালো নামে এক মহিলার বিরুদ্ধে অভিযোগ এমনই । রবিবার বেলেঘাটায় এই ঘটনা ঘটে ।

পুলিশ জানিয়েছে, প্রথমে শিশুকন্যার অপহরণের গল্প ফাঁদে ওই মহিলা । ঘটনার শুরু রবিবার দুপুর 1টা নাগাদ । বেলেঘাটার সিআইটি রোডের পাশে মহল্লা অ্যাপার্টমেন্টের সুদর্শন মালো নামে এক ব্যক্তি ফোন করেন বেলেঘাটা থানায় । আবাসনের ঠিকানাও জানান । ওই আবাসনের তিনতলায় থাকে মালো পরিবার । সুদর্শন জানান, দুপুর 12:30টা থেকে একটা পর্যন্ত বাড়িতে একাই ছিল তাঁর স্ত্রী সন্ধ‍্যা মালো এবং পরিচারিকা টুম্পা দাস । ছিল দু-মাসের শিশুকন্যা ।

তখন বলা হয়েছিল, দুপুর 12টা নাগাদ ছাদে জামাকাপড় মেলতে যায় সে । দরজায় কলিং বেল বাজে । সেই সময় দরজার বাইরে থাকা এক যুবক নাকি জানায় ছাদ থেকে পরিচারিকা চাবি চাইছে। ওই যুবক ঠিক কী বলছে তা বুঝতে না পেরে দরজা খোলে টুম্পা। তখনই নাকি তাঁকে ধাক্কা মেরে ওই ঘরে ঢুকে পড়ে ওই যুবক । এতে অজ্ঞান হয়ে যায় এই মহিলা ।

কিছুক্ষণ পরে সুদর্শনের বাবা হেমন্ত বাড়িতে ফেরেন। তিনি দেখেন, শিশুটি নিখোঁজ । দায়ের করা হয় অভিযোগ । তদন্তে নামে পুলিশ। পুলিশের প্রথমেই সন্দেহ হয় । সন্ধ্যা দাবি করে, আয়া ছাদে যাওয়ার পরে কলিং বেল বেজেছিল। এক যুবক জানিয়েছিল, আয়া ছাদের দরজার চাবি চাইছে । CCTV ফুটেজ দেখে পুলিশ জানতে পারে বাইরে থেকে কোনও অজ্ঞাতপরিচয় যুবক আদৌও ওই অ্যাপার্টমেন্টে প্রবেশ করেনি । এরপর সন্ধ্যা মালোকে জেরা করতেই ঘটনা জানতে পারে পুলিশ ।

ওই শিশুকন্যাকে খুন করে ম্যানহোলে ঢুকিয়ে দিয়েছিল সে নিজেই, অভিযোগ এমনই ৷ ওই শিশুর দেহ উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে সন্ধ্যাকে ৷ পুলিশের জিজ্ঞাসাবাদের সামনে ভেঙে পড়ে এই মহিলা । পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদ থেকেই শিশুকন্যাকে খুন করেছে এই মহিলা ।

Last Updated : Jan 27, 2020, 9:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details