পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পূর্ব পুঁটিয়ারিতে মাকে পিটিয়ে খুন, গ্রেপ্তার যুবক - রিজেন্ট পার্ক

মাঝেমধ্যেই মায়ের কাছে নেশার জন্য টাকা চাইত ছেলে । তা নিয়েই তাদের মধ্যে গন্ডগোল লেগে থাকত । আর আজ সকালে ছেলের মারধরেই মায়ের মৃত্যু হয় বলে অভিযোগ । পূর্ব পুঁটিয়ারির ঘটনা ।

regent park
গ্রেপ্তার যুবক

By

Published : Feb 18, 2020, 5:39 PM IST

Updated : Feb 18, 2020, 9:18 PM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি : প্রায়ই ঝগড়াঝাটি লেগে থাকত । মাঝেমধ্যে মহিলাকে মারধর করত তাঁর ছেলে। আজ সকালেও ব্যাপক মারধর করে বলে অভিযোগ । আর তাতেই ওই মহিলার মৃত্যু হয়বলে অভিযোগ। এই ঘটনায় তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে । পূর্ব পুঁটিয়ারির ঘটনা ।

রিজেন্ট পার্ক থানা এলাকার পূর্ব পুঁটিয়ারির বাবুপাড়ায় ছেলের সঙ্গেই থাকতেন নমিতা দত্ত(50) । কিছুদিন আগেই মৃত্যু হয় তাঁর স্বামী রাধিকা মোহন দত্তের । ছেলে রাকেশ দত্ত প্রতিদিনই মদ্যপান করে বলে অভিযোগ স্থানীয়দের । নেশা করার জন্য মাঝেমধ্যেই মায়ের কাছ থেকে টাকা চাইত সে । এনিয়ে তাদের মধ্যে গন্ডগোল লেগে থাকত ।

আজ সকাল 11টা নাগাদ মায়ের সঙ্গে কোনও বিষয়ে রাকেশের বচসা হয় । আর সেই সময়ই সে মাকে মারধর করে বলে অভিযোগ । আর তাতেই সংজ্ঞাহীন হয়ে পড়েন নমিতা । প্রতিবেশীরা খবর দেন রিজেন্ট পার্ক থানায় । পুলিশ এসে নমিতাকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখে। তাঁকে MR বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় ৷ পুলিশ ইতিমধ্যে রাকেশকে গ্রেপ্তার করেছে ।

রাকেশকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

নমিতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে

Last Updated : Feb 18, 2020, 9:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details