কলকাতা, 22 অগস্ট : নারকেলডাঙা প্রোমোটিং কাণ্ডে নয়া মোড় (Narkeldanga Promoting Case) । অভিযোগকারী শিবশঙ্কর দাস ও তাঁর পরিবারের বিরুদ্ধেই পালটা মারধর ও দলিল কেড়ে নেওয়ার অভিযোগ উঠল ৷ অভিযোগ তুলেছেন স্বয়ং জমির মালিক শান্তাদেবী সিং ৷ তিনি আবার শিবশঙ্কর দাসের শাশুড়ি ।
তাঁর অভিযোগ, প্রথম থেকেই জমি ও বাড়ির দখল নিতে চেয়ে জামাই শিবশঙ্কর দাস নানা ভাবে তাঁকে হেনস্তা করতেন । বাড়ি ভাঙার সময় তাঁর থেকে জমির দলিল নিয়ে নেন শিবশঙ্কর । সেই দলিল এখনও ফেরত দেননি । দলিল ফেরত চাইলে 20 লক্ষ টাকা চাওয়া হয় । না হলে কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় ৷
তাঁর আরও দাবি, দিন দুই আগে জামাই শিবশঙ্কর, মেয়ে, নাতি ও নাতবউ জোর করে তিনি নির্মাণ চলা সত্ত্বেও বাড়ির একাংশে থাকতে শুরু করেন । কিন্তু সেই সময় কাজ চলায় সমস্যা হওয়ায় চলে যেতে বলা হয় তাঁদের । তাই নিয়ে আবার বিবাদ তৈরি হয় ৷ তাঁকে মারধর করা হয় । মেয়ে, জামাই ও নাতি তাঁকে ও অন্যান্য ভাড়াটিয়াদের মারধর করেন বলে অভিযোগ শান্তিদেবী সিংয়ের ।
অন্যদিকে চুক্তিপত্র নিয়ে প্রোমোটার আসিফ রাজার অভিযোগ, কয়েকদিন আগেও শিবশঙ্করকে শিফটিংয়ের জন্য এক লক্ষ টাকা বেশি দেওয়া হয়েছিল । কিন্তু জোরপূর্বক কাজ বন্ধ করে দিয়ে বিল্ডিংয়ের একাংশে থাকতে শুরু করেন । তা নিয়েই বিবাদ । শিবশঙ্কর দাসকে কেউ মারধর করেনি বলে তাঁর দাবি ৷