পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্যে লক্ষ্যমাত্রা ছুঁতে পারছে না টিকাকরণ

গোটা দেশের মতো এ রাজ্য়েও চলছে কোরোনার টিকাকরণ৷ সামগ্রিকভাবে মোট যতজনকে টিকা দেওয়ার কথা ছিল, সেই লক্ষ্য়মাত্রার 60 শতাংশই ইতিমধ্যে পূর্ণ হয়েছে৷ তবে টিকাকরণের দিনগুলিতে নানা কারণে নির্ধারিত সংখ্যার তুলনায় 50 শতাংশ কোরোনা যোদ্ধাকেও টিকা দেওয়া সম্ভব হচ্ছে না৷ ফলে সামগ্রিকভাবে টিকাকরণ প্রক্রিয়ার গতি ক্রমশ মন্থর হচ্ছে৷

wb_kol_02_vaccination_rate_of_covishield_under_50%_bengal_copy_7203421
রাজ্যে টিকাকরণের দিনগুলিতে পূর্ণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

By

Published : Feb 7, 2021, 9:59 PM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি: দেশজুড়ে চলছে কোরোনার টিকাকরণ৷ কোথাও কোভিশিল্ড, আবার কোথাও কোভ্য়াকসিনের ডোজ দেওয়া হচ্ছে কোরোনা যোদ্ধাদের৷ সূত্রের খবর, পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত কোভিশিল্ড দেওয়ার কাজে লক্ষ্যমাত্রার 60 শতাংশই পূরণ করা সম্ভব হয়েছে৷ তবে সমস্য়া দেখা দিয়েছে অন্য জায়গায়৷ প্রথম দিকে টিকাকরণে ভালো সাড়া মিললেও পরবর্তীতে তাতে ভাটা পড়তে শুরু করে৷ টিকাকরণের দিনগুলিতে অনেক সময়েই নির্ধারিত সংখ্যার 50 শতাংশকেও কোভিশিল্ডের ডোজ় দেওয়া সম্ভব হচ্ছে না৷ রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে অন্তত এমনই দাবি করা হয়েছে৷

গত 16 জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়েছে কোরোনার টিককারণ৷ এ রাজ্যে এখনও পর্যন্ত ১৭ দিন দেওয়া হয়েছে কোভিশিল্ড। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বিভিন্ন সরকারি ও বেসরকারি সেন্টার মিলিয়ে মোট 5 লাখ 86 হাজার 162 জনকে কোভিশিল্ড দেওয়া হয়েছে৷ যা নির্ধারিত লক্ষ্যমাত্রার 60 শতাংশ৷

সূত্রের খবর, টিকাকরণের দিনগুলিতে নির্বাচিত কোরোনা যোদ্ধাদের মধ্যে 100 শতাংশকেই যদি টিকা দেওয়া যেত, তাহলে সামগ্রিক লক্ষ্যমাত্রা পূরণ আরও সহজ হত৷ কিন্তু সেটা হচ্ছে না৷ বহুক্ষেত্রেই 50 শতাংশ উপভোক্তাও কোরোনার টিকা নিচ্ছেন না৷ পাশাপাশি, কো-উইন পোর্টালে সমস্যা দেখা দেওয়াতেও টিকাকরণে বিঘ্ন ঘটছে৷

শনিবার, অর্থাৎ 6 ফেব্রুয়ারি এ রাজ্যে 17তম দিনের কোভিশিল্ড টিকাকরণ প্রক্রিয়া চলে৷ ওইদিন নির্বাচিত কোরোনা যোদ্ধাদের মধ্যে মাত্র 36 শতাংশকেই টিকা দেওয়া সম্ভব হয়েছে৷ 17তম দিনে রাজ্যের মোট 272টি সেন্টারে 27 হাজার 200 জনকে কোভিশিল্ড দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। দিনের শেষে দেখা যায়, এই 27 হাজার 200 জনের মধ্যে মাত্র 9 হাজার 773 জনকে কোভিশিল্ড দেওয়া সম্ভব হয়েছে।

আরও পড়ুন:মার্চে শুরু হচ্ছে দেশজুড়ে তৃতীয় দফার টিকাকরণ

এর আগে, গত 5 ফেব্রুয়ারি রাজ্যের 507টি সেন্টারে 50 হাজার 490 জনকে টিকা দেওয়ার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছিল। টিকা দেওয়া হয়েছিল মাত্র 23 হাজার 677 জনকে৷ 4 ফেব্রুয়ারি 455টি সেন্টারে 45 হাজার 700 জনের মধ্যে টিকা দেওয়া হয় 19 হাজার 522 জনকে৷ 3 ফেব্রুয়ারি 350টি সেন্টারে 35 হাজার কোরোনা যোদ্ধাকে কোভিশিল্ড দেওয়া পরিকল্পনা থাকলেও দেওয়া হয় মাত্র 12 হাজার 725 জনকে৷ যা ওই দিনের লক্ষ্যমাত্রার 36 শতাংশ৷

এই পরিস্থিতিতে গত 3 ফেব্রুয়ারি থেকে এ রাজ্যে কোভিশিল্ডের পাশাপাশি কোভ্যাকসিন দেওয়ার কাজও শুরু হয়েছে। প্রথম দিন কলকাতার তিনটি সেন্টার মিলিয়ে 45 জনকে কোভ্যাকসিন দেওয়া হয়। গত 4 ফেব্রুয়ারি এই তিনটি সেন্টারেই আরও 72 জনকে কোভ্যাকসিন টিকা দেওয়া হয়৷ 5 ফেব্রুয়ারি টিকা পান 70 জন৷ 6 ফেব্রুয়ারি কলকাতার একটি সেন্টারে 54 জনকে কোভ্যাকসিন দেওয়া হয়৷

ABOUT THE AUTHOR

...view details