পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ফের কমল দৈনিক সংক্রমণ, একদিনে মৃত 7 - 24 ঘণ্টায় রাজ্যে 286 জন করোনায় আক্রান্ত

গত 24 ঘণ্টায় রাজ্যে 286 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । মৃত্যু হয়েছে 7 জনের ।

COVID-19
COVID-19

By

Published : Jan 29, 2021, 10:36 PM IST

কলকাতা, 29 জানুয়ারি : রাজ্যে কমল একদিনে কোরোনা সংক্রমণ । গত 24 ঘণ্টায় রাজ্যে 286 জন আক্রান্ত হয়েছে । গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 289 ৷ এই নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 লাখ 69 হাজার 459 ।

এদিকে কমেছে একদিনে মৃত্যুর সংখ্যাও । গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 7 জনের । গতকাল মৃত্যু হয়েছিল 9 জনের । রাজ্যে এখনও পর্যন্ত মোট 10 হাজার 155 জনের মৃত্যু হয়েছে । একদিনে সুস্থ হয়ে উঠেছে 349 জন । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 5 লাখ 53 হাজার 244 জন ।

আরও পড়ুন : বায়ো বাবলে ঢোকার আগে কোভিড পরীক্ষার ফল নেগেটিভ বিরাটদের

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, একদিনে 25 হাজার 64 টি নমুনার পরীক্ষা করা হয়েছে । 28 জানুয়ারি পর্যন্ত 79 লাখ 19 হাজার 637 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

এদিকে কলকাতায় একদিনে আক্রান্ত 59 জন । মৃত্যু হয়েছে 4 জনের । উত্তর 24 পরগনায় শেষ 24 ঘণ্টায় নতুন করে 91 জন আক্রান্ত হয়েছে । মৃত্যু হয়েছে 2 জনের ।

ABOUT THE AUTHOR

...view details