কলকাতা, 29 জানুয়ারি : রাজ্যে কমল একদিনে কোরোনা সংক্রমণ । গত 24 ঘণ্টায় রাজ্যে 286 জন আক্রান্ত হয়েছে । গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 289 ৷ এই নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 লাখ 69 হাজার 459 ।
এদিকে কমেছে একদিনে মৃত্যুর সংখ্যাও । গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 7 জনের । গতকাল মৃত্যু হয়েছিল 9 জনের । রাজ্যে এখনও পর্যন্ত মোট 10 হাজার 155 জনের মৃত্যু হয়েছে । একদিনে সুস্থ হয়ে উঠেছে 349 জন । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 5 লাখ 53 হাজার 244 জন ।