কলকাতা, 4 জুন : আগামী 11 তারিখ উত্তর বঙ্গোপসাগরের ওপর তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ । এই নিম্নচাপের হাত ধরেই রাজ্যে আসতে পারে বর্ষা । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হবে রাজ্যে । এর প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বৃষ্টি হবে । কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এর পরেই মৌসুমী বায়ু সক্রিয় হয়ে উঠবে এবং শুরু হবে বর্ষার বৃষ্টি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে । বর্ষা সক্রিয় হলেই এই ভ্যাপসা গরম থেকে রেহাই মিলবে ।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ তৈরি হতে চলেছে, সেই নিম্নচাপের প্রভাবে মৌসুমী বায়ু সক্রিয় ভাবে রাজ্যে আসবে । আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর । আগামী দু’দিন বিক্ষিপ্তভাবে রাজ্যজুড়ে বৃষ্টিপাত হবে । দু’দিনের পর থেকে বৃষ্টিপাত কমবে রাজ্যে । যদিও তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না ।