কলকাতা, 5 নভেম্বর : রাজনীতির ময়দান থেকে ক্রীড়া জগত, সঙ্গে পুজো উদ্যোক্তা হিসেবে বরাবর দাপুটে ভূমিকায় দেখা গিয়েছে সুব্রত মুখোপাধ্যায়কে ৷ তবে তিনি একটি টেলি সিরিয়ালেও অভিনয় করেছিলেন ৷ সেখানে তাঁর নায়িকা ছিলেন মুনমুন সেন ৷
আরও পড়ুন :Subrata Mukherjee : ইন্দিরার সঙ্গে কথা, সুব্রতকে চ্যাংদোলা করে আনা হল জ্যোতি বসুর ঘরে
শুক্রবার রবীন্দ্র সদনে এককালের সহ-অভিনেতা ও এখনকার সতীর্থকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন অভিনেত্রী ৷ বেশ কিছুক্ষণ তিনি সেখানে ছিলেন ৷ তৃণমূলের নেতা-মন্ত্রীদের ভিড় ঠেলে প্রথমে চলে যান প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের মাথার কাছে ৷
সেখানে কিছুক্ষণ দাঁড়ান ৷ মাথায় হাত রাখেন ৷ অস্ফুটে হয়তো কিছু বলেনও ৷ মুখে মাস্ক থাকায় দূর থেকে বোঝা সম্ভব ছিল না ৷ তার পর তিনি চলে যান সুব্রত মুখোপাধ্যায়ের পায়ের কাছে ৷ পায়ে মাথা ঠেকিয়ে প্রণামও করেন ৷ তার পর নীরবে সেখান থেকে চলে যান তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ ৷
পায়ে মাথা ঠেকিয়ে সুব্রতকে শেষ শ্রদ্ধা মুনমুন সেনের আরও পড়ুন :Sudipa on Subrata Mukherjee: নাম একই, বাবার মৃত্যুর পর সুব্রতদা বলেছিলেন, আমি তো আছি : সুদীপা
এদিন রবীন্দ্র সদনে কয়েক ঘণ্টা রাখা ছিল সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ ৷ সেখানে তৃণমূল-বিজেপি-সিপিএম সহ সব দলের রাজনীতিকরা আসেন ৷ প্রত্যেকেই শেষ শ্রদ্ধা জানান প্রয়াত এই নেতাকে ৷