পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিদ্যাসাগরের মূর্তি ভাঙা "সামান্য ঘটনা", মন্তব্য মুনমুনের - BJP

কলকাতায় TMCP-BJP সংঘর্ষের জেরে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনাকে "সামান্য" বললেন মুনমুন । তাঁর মন্তব্যের জেরে আরও একবার অস্বস্তিতে পড়ল দল ।

মুনমুন সেন

By

Published : May 19, 2019, 5:34 PM IST

দিল্লি, 19 মে : ফের বিতর্কিত মন্তব্য মুনমুনের । কলকাতায় TMCP-BJP সংঘর্ষের জেরে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনাকে "সামান্য" বললেন মুনমুন । সপ্তদশ লোকসভা নির্বাচনের শেষদফার ভোট চলাকালীন মুনমুনের বক্তব্যে আরও একবার অস্বস্তিতে পড়ল দল ।

আজ নিজের ভোটদান শেষে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা প্রসঙ্গে মুনমুন সেন বলেন, "ওটা বড় কোনও ঘটনা নয় । সামান্য ঘটনা ঘটেছে । অন্যান্য রাজ্যের মতো সামান্য হিংসার ঘটনাই ঘটেছিল । কিন্তু অবাক লাগছে, উত্তরপ্রদেশে যেভাবে গত 5 বছর ধরে হিংসার ঘটনা ঘটে চলেছে, সেকথা কেউ বলছেন না ।"

মুনমুনের আরও দাবি, "রাজ্য সরকার ধর্মনিরপেক্ষ । কোনও বাঙালিই একাজ করতে পারেন না । তাদের পক্ষেই একাজ করা সম্ভব যারা তৃণমূল ছেড়ে অন্য দলে যোগদান করেছেন । আমরা ধর্মনিরপেক্ষ । এখানে অবাঙালি ছাড়াও শিখ, জৈন, পর্তুগিজ, গুজরাত, মুসলিম সম্প্রদায়ের মানুষ বাস করেন । কলকাতায় অনেক রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বা স্ট্যাচু রয়েছে । কেউ সেই মূর্তিগুলো তো ভাঙেননি । বিদ্যাসাগরের মূর্তিটা ভাঙচুর-ই করা হয়েছে ।"

উল্লেখ্য, এর আগে গত 29 এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রে BJP-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে 12 জনের বেশি জখম হন । গ্রেপ্তার করা হয় 100 জনকে । কিন্তু ঘটনার পর ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুনমুন জানান, নিতান্তই সামান্য ঘটনা ।

ABOUT THE AUTHOR

...view details