কলকাতা, 11 জুন : কোরোনার জের এবার বিধানসভার অধিবেশনে । সামাজিক দূরত্বের বিধি মানতে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন বসতে পারে ডিজিটালি । তবে এখনও পর্যন্ত এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি । জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে ।
ডিজিটালি বিধানসভার অধিবেশন চললে রাজ্যের সমস্ত বিধায়ক বাড়িতে বসেই অধিবেশনে যোগ দিতে পারবেন । জানা গেছে, 294 জন বিধায়ককে যে ট্যাব দেওয়া হয়েছিল, সম্ভবত তার মাধ্যমে বসতে চলেছে এই অধিবেশন । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়ি থেকে অধিবেশন চালাবেন।
বিধানসভা সূত্রে খবর, আটকে রয়েছে অসংখ্য বিল । জনপ্রতিনিধিদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে । কমে আসছে কাজের গতি । সেইসব দিকে খেয়াল রেখে ডিজিটালি বর্ষাকালীন অধিবেশনের পরিকল্পনা নেওয়া হয়েছে । এনিয়ে ইতিমধ্যেই বিরোধীদলের বিধায়করা আংশিক আপত্তি তুলেছেন বলে খবর । অধিকাংশ বিধায়ক প্রত্যন্ত এলাকার । তাঁরা সংশ্লিষ্ট এলাকায় থেকে কীভাবে অনলাইনের মাধ্যমে অধিবেশনে অংশ নেবেন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ।
এও জানা যাচ্ছে সমগ্ৰ বিষয়টি এখন আলোচনাস্তরে রয়েছে । মুখ্যমন্ত্রীর সঙ্গে চূড়ান্ত আলোচনার পরই সিদ্ধান্ত গ্রহণ করা হবে । যদিও এক্ষেত্রে রাজ্যপালের ভূমিকাও গুরুত্বপূর্ণ । বিধানসভার একাংশের মত, রাজ্যপাল অনুমতি না দিলে ডিজিটাল অধিবেশন বসানো হয়ত সম্ভব হবে না । সব ঠিক থাকলে চলতি মাসে, না কি জুলাই মাসে বিধানসভার বাদল অধিবেশন বসবে, তা ঠিক করা হবে ।
বিধানসভার অধিবেশন ডিজিটালি হতে পারে এই বিষয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "চিন্তাভাবনা চলছে অধিবেশন বসানোর । নির্বাচনের সময় এসে যাচ্ছে । বেশ কিছু অসমাপ্ত কাজও রয়েছে । যেগুলো বিধানসভার অধিবেশনের মাধ্যমে সমাপ্ত করতে হবে । গণপিটুনি রোধে একটি আইন প্রণয়ন হবে । রাজ্যের অনগ্রসর সম্প্রদায়ের আরও বেশি উন্নয়নের জন্য একটি বিল বিধানসভায় আলোচিত হবে । রাজ্যের পৌরসভা ও কর্পোরেশনগুলিতে যাতে আরও বেশি বরাদ্দ এবং জন-পরিষেবার মান উন্নত করা যায়, সেই সংক্রান্ত একটি বিল বিধানসভায় আনা হবে। লোকসভা এবং রাজ্যসভা কী পদ্ধতিতে অধিবেশন চালু করে, সেদিকেই আমরা তাকিয়ে রয়েছি। ডিজিটালি বিধানসভা পরিচালনা করার পরিকাঠামো পশ্চিমবঙ্গ বিধানসভার রয়েছে । আমরা প্রত্যেক বিধায়ককে আধুনিক প্রযুক্তির, উন্নত মানের ট্যাব দিয়েছি। চূড়ান্ত সিদ্ধান্ত হলে বাকিটা ঠিক করা হবে।"
রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই অবস্থায় দৈহিক দূরত্ব বজায় রেখে অধিবেশন বসানোর চেয়ে, ডিজিটাল পদ্ধতিতে বিধানসভার অধিবেশন বসানো যেতেই পারে । সবদিক ভেবে-চিন্তে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অধিবেশন বসানো প্রয়োজন । নির্বাচন এসে যাচ্ছে । তার আগেই বেশ কিছু বিল রয়েছে । সেগুলিকে পাশ করাতে হবে।