কলকাতা, 22 অক্টোবর :রাজ্যের উপকূলবর্তী যে কয়েকটি জেলা থেকে বর্ষা এখনও বিদায় নেয়নি, সেই জেলাগুলি থেকে 23 অক্টোবরের মধ্যেই বর্ষার পালা সাঙ্গ হবে ৷ আর 26 অক্টোবর নাগাদ এ বছরের মতো গোটা দেশ থেকেই বিদায় নেবে বর্ষা ৷ এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই রাজ্যের অধিকাংশ অঞ্চল থেকে বর্ষা বিদায় নিয়েছে ৷ বাকি কয়েকটি এলাকায় সামান্য পরিমাণে বর্ষার মেঘ রয়েছে ৷ এই মুহূর্তে বর্ষার বিদায় রেখা আমাদের রাজ্যের কৃষ্ণনগরের উপর দিয়ে ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে ৷ 23 তারিখের মধ্যে সম্পূর্ণভাবে তাও বিদায় নেবে ৷ উপকূলীয় যে জেলাগুলিতে এখনও বর্ষা রয়েছে, শনিবারের মধ্যে সেই অংশ থেকেও এ বছরের মতো বর্ষা বিদায় নেবে ৷
আরও পড়ুন :Landslide in North Bengal : মহানন্দা নদীর স্রোতে ক্ষতিগ্রস্ত সেতু, পাহাড়ে বহু জায়গায় ধস
অন্যদিকে, নিম্নচাপের রেশ ইতিমধ্যেই কেটে গিয়েছে দক্ষিণবঙ্গ থেকে ৷ ফলে আবহাওয়ারও উন্নতি হয়েছে ৷ গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির ফলে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা কমে গিয়েছিল ৷ বৃষ্টিপাত বন্ধ হওয়ায় আকাশ পরিষ্কার হয়েছে ৷ মেঘমুক্ত ঝলমলে আকাশে রোদের দেখা মিলছে ৷ শনিবার পর্যন্ত দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে ৷ তবে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে ৷ ইতিমধ্যেই উত্তর-পূর্ব দিক থেকে শীতল বায়ু প্রবেশ করতে শুরু করেছে ৷ তবে তাপমাত্রার পারদ সামান্য কমতে শুরু করলেও এখনই শীত আসছে না ৷ শীতের জন্য আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে ৷