কলকাতা, 12 জুন : অন্য বারের মতো এবার আর প্রতিক্ষার প্রশ্ন ছিল না ৷ যশ এমনকি তার আগে থেকে ঝড়-বৃষ্টি-বজ্রপাতের মতো দুর্যোগে ব্যতিব্যস্ত রাজ্যবাসী ৷ তবু আনুষ্ঠানিক ভাবে বর্ষা ঢুকল বঙ্গের আকাশে । নিম্নচাপের জেরেই মৌসুমি বায়ু প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে । আগামী কালের মধ্যেই রাজ্যের সর্বত্র প্রভাব বিস্তার করবে বর্ষা ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ও আগামী কাল আকাশ মেঘলা থাকবে । রাজ্যের সর্বত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । কয়েকটি জেলায় ভারী ও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ । আগামী 24 ঘণ্টায় এই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে । এবং ক্রমশ উত্তর-পশ্চিম ওড়িশার দিকে অগ্রসর হবে ।
এই নিম্নচাপের প্রভাবেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোর মধ্যে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রবিবার ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত পশ্চিমের জেলাগুলিতে । ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।