পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Money Fraud : পিসি সরকার জুনিয়রের আত্মীয় বলে পরিচয় দিয়ে 53 লক্ষ টাকা প্রতারণা

জাদুকর পিসি সরকার জুনিয়রের (P. C. Sorcar Jr.) আত্মীয়ের পরিচয়ে 53 লক্ষ টাকার প্রতারণার ঘটনা ঘটল শহর কলকাতায় ৷ এনিয়ে পুলিশে অভিযোগও দায়ের হয়েছে ৷ প্রতারক বিধাননগর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

পিসি সরকার জুনিয়রের আত্মীয় বলে পরিচয় দিয়ে লক্ষাধিক টাকার প্রতরণা শহরে
পিসি সরকার জুনিয়রের আত্মীয় বলে পরিচয় দিয়ে লক্ষাধিক টাকার প্রতরণা শহরে

By

Published : Aug 21, 2021, 11:09 PM IST

কলকাতা, 21 অগস্ট : ফের শহরে প্রতরণা । এবার নিজেকে কেন্দ্রীয় মন্ত্রী এবং জাদুকর পিসি সরকার জুনিয়রের (P. C. Sorcar Jr.) আত্মীয় বলে পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 53 লক্ষ টাকা জালিয়াতি করার অভিযোগ উঠল । ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে বেলেঘাটা থানা, ইকো পার্ক থানা ও বেলঘড়িয়া থানায় ।

বিধাননগরের ইকোপার্কের বাসিন্দা প্রতারকের আসল নাম তপন সরকার । জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গত বছরের শেষে । প্রতারক তপন নিজেকে কেন্দ্রীয় মন্ত্রী বলে পরিচয় দিয়ে কলকাতার এক ব্যবসায়ীর সঙ্গে আলাপ জমায় ৷ এরপর নিজেকে জাদুকর পিসি সরকার জুনিয়রের আত্মীয় বলেও পরিচয় দেয় সে ৷ ওই ব্যবসায়ীকে একাধিক টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে কখনও বেলঘড়িয়া, কখনও ইকোপার্ক, আবার কখনও বেলেঘাটা থানা এলাকায় দেখা করে একাধিক বারে 53 লক্ষের বেশি টাকা হাতিয়ে নেয় ৷ কিছুদিন যাওয়ার পর ওই ব্যবসায়ী বিষয়টি বুঝতে পারেন ৷ তারপরই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷

বেলঘড়িয়া, ইকোপার্ক, এবং বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত বিধাননগরের ইকোপার্ক থানা এলাকার বাসিন্দা । তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন : Minor Rape : বাড়িওয়ালার হাতে ধর্ষিতা চতুর্থ শ্রেণির পড়ুয়া, এলাকায় বিক্ষোভ

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details