পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বুলবুলের জেরে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে সোমবার বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান - রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা

সোমবারও স্কুল ছুটি থাকবে। দুর্গত এলাকাগুলির ছাত্র-ছাত্রীদের জন্য উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী৷

নবান্নের কন্ট্রোল রুম

By

Published : Nov 9, 2019, 11:41 PM IST

কলকাতা, 9 নভেম্বর: ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষয়ক্ষতির জন্য সোমবার রাজ্যের একাধিক জেলায় স্কুল, কলেজ বন্ধ থাকবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শনিবার নবান্নের কন্ট্রোলরুমে বসে এ কথা ঘোষণা করেন তিনি ৷ সন্ধ্যার কিছু পরেই সুন্দরবন এলাকায় প্রবেশ করছে বুলবুল ৷ ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলবর্তী অঞ্চলগুলি ৷ 130 কিমি বেগে চলছে ঝড়ের তাণ্ডব ৷ জেলার বিভিন্ন জায়গায় দুর্গতদের জন্য 318 টি ত্রাণ শিবির খোলা হয়েছে ৷ নবান্নের কন্ট্রোল রুমের টোল ফ্রি নম্বর হল 1070 এবং 033-22143526 । আজ এবং কাল দুদিন খোলা থাকবে কন্ট্রোলরুম ।

সোমবার রাজ্যের দশটি জেলার সমস্ত স্কুল, কলেজ ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "স্কুল, কলেজ ও অঙ্গনওয়াড়িগুলি বন্ধ রাখা হয়েছে ৷ উপকূলবর্তী এলাকা থেকে 1 লাখ 20 হাজারের বেশি মানুষকে ইতিমধ্যে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ দুর্গত এলাকাগুলোতে সোমবার স্কুল ছুটি থাকবে ।"

বুলবুলের প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন 7টি জেলার স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারই ছুটি দিয়েছিল রাজ্য প্রশাসন । তারপর আজ সন্ধ্যায় নবান্নের কন্ট্রোলরুম থেকে মুখ্যমন্ত্রী জানান, সোমবারও রাজ্যের 10টি জেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে ।

ABOUT THE AUTHOR

...view details