পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বঙ্গের বুথ কর্মীদের নিয়ে মোদির ভার্চুয়াল ক্লাসে 'ছাত্র' শুভেন্দুও

রাজ্যে 78 হাজার বুথ আছে। গড়ে ৭টি করে বুথ নিয়ে একটি করে শক্তি কেন্দ্র তৈরি করা হয়েছে বিজেপির তরফে। এরকম প্রায় 10 হাজার শক্তিকেন্দ্র তৈরি করা হয়েছে রাজ্য জুড়ে। এই শক্তি কেন্দ্রগুলো নিয়েই ভার্চুয়াল মিটিং করবেন প্রধানমন্ত্রী। এই শক্তি কেন্দ্রগুলিতে স্থানীয়স্তরের নেতাদের পাশাপাশি রাজ্যস্তরের নেতাদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে।

modi's virtual class with bjp's booth level workers of west bengal
বঙ্গের বুথ কর্মীদের নিয়ে মোদির ভার্চুয়াল ক্লাস 'ছাত্র' শুভেন্দুও

By

Published : Dec 25, 2020, 12:23 PM IST

কলকাতা, 25 ডিসেম্বর: নজরে 2021 এর বিধানসভা নির্বাচন। বাংলায় বুথ স্তরে শক্তি বাড়াচ্ছে বিজেপি। এবার একেবারে বুথস্তরের কর্মীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বাংলার বুথ কর্মীদের সরাসরি ক্লাস নেবেন মোদি। দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত এই ক্লাস চলবে বলে বিজেপি সূত্রে খবর।

রাজ্যে 78 হাজার বুথ আছে। গড়ে ৭টি করে বুথ নিয়ে একটি করে শক্তি কেন্দ্র তৈরি করা হয়েছে বিজেপির তরফে। এরকম প্রায় 10 হাজার শক্তিকেন্দ্র তৈরি করা হয়েছে রাজ্য জুড়ে। এই শক্তি কেন্দ্রগুলো নিয়েই ভার্চুয়াল মিটিং করবেন প্রধানমন্ত্রী। এই শক্তি কেন্দ্রগুলিতে স্থানীয়স্তরের নেতাদের পাশাপাশি রাজ্যস্তরের নেতাদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ডোমজুড়ের একটি শক্তি কেন্দ্রে উপস্থিত থাকবেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কাঁথির একটি শক্তি কেন্দ্রে উপস্থিত থাকবেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, এই শক্তিকেন্দ্রগুলি থেকে মোদি নিচুতলার কর্মীদের কথা শুনবেন এবং তিনিও কিছু পরামর্শ কর্মীদের দেবেন।

মোদির এই কর্মসূচির পিছনে দুটি কারণ রয়েছে। এক, বিধানসভা ভোটের আগে স্থানীয় নেতাদের মনোবল আরও বৃদ্ধি করা। দুই, বুথ স্তরে সংগঠনকে আরও মজবুত করা। কারণ, বিজেপি নেতৃত্ব ভালো করেই জানে রাজ্যের সব বুথে তাদের সংগঠন এখনও মজবুত নয়। এর আগে বঙ্গ সফরে এসে রাজ্য নেতাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুথ স্তরে সংগঠনকে আরও জোর দিতে বলেছিলেন। অমিতের নির্দেশ ছিল, জনসংযোগ কর্মসূচি আরও বেশি করে চালিয়ে যেতে হবে। মানুষের বাড়ি বাড়ি পৌঁছতে হবে নেতাদের। বিজেপির পক্ষে হাওয়া থাকলেই রাজ্য দখল করা যাবে না।

আরও পড়ুন :সাতের জবাব আটে, মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর

রাজনৈতিক মহলের মতে, বাংলার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি। সেই কারণে একের পর এক কেন্দ্রীয় নেতৃত্বের নজর এসে পৌঁছেছে বাংলার উপরে। অমিত শাহ ইতিমধ্যে রাজ্য সফর শুরু করে দিয়েছেন। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাও প্রতি মাসে এ রাজ্যে আসার কথা জানিয়েছেন। এ বার বাংলার ভোটের দিকে তাকিয়ে ময়দানে নেমে পড়লেন নরেন্দ্র মোদিও।

ABOUT THE AUTHOR

...view details