পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ভোটের চারদিন আগে কোচবিহারে জনসভা মোদির - election

উত্তরবঙ্গের লোকসভা কেন্দ্রগুলিতে ভালো ফলের আশায় 7 এপ্রিল কোচবিহারে সভা মোদির।

ফাইল ফোটো

By

Published : Apr 1, 2019, 12:31 PM IST

কলকাতা, 1 এপ্রিল : 11 এপ্রিল কোচবিহারে ভোট। তার আগে 7 এপ্রিল সেখানে জনসভা করবেন নরেন্দ্র মোদি। রাজ্য BJP সূত্রে এই খবর জানা গেছে। সূত্রটি আরও জানাচ্ছে, সেদিনের জনসভা সফল করার জন্য উত্তরবঙ্গের লোকসভা কেন্দ্রগুলি থেকে BJP-র কার্যকর্তাদের আনা হবে। উত্তরবঙ্গে ভালো ফল করার লক্ষ্যে ওইদিন নরেন্দ্র মোদির আরও কয়েকটি কর্মসূচি রাখা হতে পারে।

এবিষয়ে BJP-র সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, "7 এপ্রিল প্রধানমন্ত্রীর কোচবিহারে সভা করার বিষয়ে দিল্লির সঙ্গে কথা চলছে। এবার আমরা উত্তরবঙ্গে সবকটি আসন জয়লাভ করব। তাই সেখানে দলীয় কার্যকর্তাদের মনোবল বাড়াতে এই সভায় আয়োজন।"

প্রসঙ্গত, 3 এপ্রিল শিলিগুড়িতে সভা নরেন্দ্র মোদির। ওইদিনই ব্রিগেডের জনসভাতেও যোগ দেবেন তিনি।

ABOUT THE AUTHOR

...view details